রোববার সমারসেটের তরফে জানানো হলো তিন ম্যাচের জন্য তারা চুক্তি বদ্ধ করেছেন মুরলী বিজয়কে “ওভারসিজ” ক্রিকেটারের কোটায়।পাকিস্তানের আজহার আলীর পরিবর্তে দলে এলেন মুরলী। প্রসঙ্গত , আলী ডাক পেয়েছেন জাতীয় দলে। সমারসেটের হয়ে খেলতে নামতে ঋতিমতো উৎসাহী মুরলী।জানিয়েছেন চলতি চ্যাম্পিয়ান শিপে তিন ম্যাচে দলের হয়ে ভালো কিছু করার জন্য বদ্ধপরিকর তিনি।সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে তাকে ভালো ফর্মে পাওয়া গেছিলো, তার প্রতিফলন এইবার লাল বলের খেলাতে দেখাতে আগ্রহী তিনি।
সমারসেটের সাথে চুক্তি হওয়ার পর মুরলীর বক্তব্য, ” আমি ঋতিমতো উত্তেজিত, সমারসেটের হয়ে ভালো কিছু করার জন্য।সমারসেট একটি ঐতিহ্যশালী দল, এবং আমার কাজ সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। “ভারতের হয়ে ৬১ টি টেস্ট ম্যাচ খেলেছেন মুরলী বিজয়। করেছেন ৩৯৮২ রান, ৩৮.২৮ গড়ে। ২০০৮ থেকে ২০১৮ সাল অবধি ভারতীয় দলে নিয়মিত খেলতে দেখা গেছে তাকে। পরবর্তী সময়ে ফর্মে ধারাবাহিকতা না বজায় রাখতে পারলে টিম থেকে বাদ পড়েন তিনি।সুযোগ হয়নি ২০১৮ এর ইংল্যান্ড সফরে।তাই ফের জাতীয় দলে ফিরতে এখন সমরসেটের ম্যাচ গুলোতে নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর তিনি।
অন্যদিকে বিজয়কে সই করিয়ে ঋতিমতো খুশী সমারসেটের ডিরেক্টর এ্যন্ডি হ্যারি, তার বক্তব্য, ” আমরা খুশী ওর মতো একজন দক্ষ ক্রিকেটারের সঙ্গ পেয়ে আগামী তিন ম্যাচের জন্য।এর আগেও ও খেলেছে ইংলিশ চ্যাম্পিয়ানশিপে।খেলেছেন এসেক্সের হয়ে।যে বিষয়টি আজহারের পরিবর্তে ওকে দলে নিতে প্রভাবিত করেছে “।
প্রসঙ্গত, ১৮৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সমারসেট।১১ ম্যাচের মধ্যে জিতেছে ৮ ম্যাচ।অন্যদিকে এসেক্সের হয়ে কাউন্টি খেলা কালীন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছিলেন মুরলী বিজয়।