ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ হাতি তরুণ ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা একবার আবারও দুরন্ত ব্যাটিং করে একটি নতুন রেকর্ড নিজের নামে করে ফেললেন। রবিবার তিনি “কিয়া সুপার লীগ’এ বিস্ফোরক ব্যাটিং করে মাত্র ১৯ বলে দুরন্ত ৫২ রান করেন। এই মুহুর্তে ভারতের পুরুষ ক্রিকেটাদের মত মহিলা ক্রিকেটারাও দুর্দান্ত প্রদর্শন করে চলেছেন।
গতকালের খেলা ম্যাচের কথা যদি আমরা বলি, তাহলে এই ম্যাচ চলাকালীন বৃষ্টি আসার কারণে, তা মাত্র ৬-৬ ওভারের খেলা হয়। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচেই স্মৃতি বিস্ফোরক ব্যাটিং করে ভারতীয় দলের নাম বাড়িয়ে দিলেন। এই লীগে ওয়স্টার্ন স্টর্মের প্রতিনিধিত্ব করছেন স্মৃতি। এদিন স্মৃতির দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান করে যখানে স্মৃতি মাত্র ১৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন আর মোট ১৯ বলে ৫২ রান করেন। যা মহিলা ক্রিকেটের টি২০ ফর্ম্যাটে সংযুক্তভাবে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড।
Congratulations to @mandhana_smriti. In a game shortened to 6 overs, she gets a half century in just 18 balls for @WesternStormKSL. It is also the quickest 50 in the Kia Super League. pic.twitter.com/KwtgXsuvQ4
— BCCI Women (@BCCIWomen) July 29, 2018
প্রসঙ্গ এর আগে মহিলা ক্রিকেটে স্মৃতি ছাড়াও সবচেয়ে কম ১৮ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন নিউজিল্যান্ডের সোফি ডেভিন। এখন এই তালিকায় শামিল হয়ে গিয়েছেন স্মৃতিও।
How good is @mandhana_smriti!?!?! ???
She belts yet another six into the stands and moves to 36* from 13 balls!#StormTroopers pic.twitter.com/Mlh4Zv5ypi
— Somerset Cricket ? (@SomersetCCC) July 29, 2018
এই ম্যাচে জেতার জন্য লাফবরো লাইটিনিংকে ৮৬ রান করতে হত। কিন্তু তারা নির্ধারিত ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে মাত্র ৬৭ রানই তুলতে পারে আর এই ম্যাচ ১৮ রানে হেরে যায়। স্মৃতির এই ইনিংসটি কিয়া সুপার লীগের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির হাফ সেঞ্চুরি।