কখনও ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখা আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধোনি-কোহলিকে জানালেন চ্যালেঞ্জ

যখন ভারতীয় দল ২৭ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ খেলতে নামবে তখনই পাঞ্জাবের এক খেলোয়াড় ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাবার জন্য সামনে দাঁড়িয়ে থাকবেন। কখনও যে দেশের হয়ে তার খেলার স্বপ্ন ছিল ৩১ বছর বয়েসি সিমি সিং (সিমরনজিৎ) এখন সেই দেশের বিরুদ্ধেই তিনি মাঠে নামতে চলেছেন। ভারতের মোহালির প্রতিভাশালী ক্রিকেটার সিমি যখন বুঝতে পারলেন যে ভারতে তিনি নিজের ক্রিকেট কেরিয়ার গড়তে পারবেন না, তখন তিনি ২০০৬ এ আয়ারল্যান্ডে চলে যান। গত বছর তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পর, সিমি আয়ারল্যান্ডের হয়ে ৭টি ওয়ান ডে এবং ৪টি টি২০ খেলে ফেলেছেন।

ধোনি এবং কোহলিকে সমস্যায় ফেলা লক্ষ্য
কখনও ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখা আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধোনি-কোহলিকে জানালেন চ্যালেঞ্জ 1
শৈশব থেকেই টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখা সিমি ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বলেন, “ যখন থেকে আমি মোহালিতে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন থেকেই আমি ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতাম”।
সিমি আগে আরও বলেন, “ যখন আমি পাঞ্জাব ক্রিকেটের খেলার সুযোগ পাই নি, তখন আমি পড়াশুনার জন্য আয়ারল্যান্ড চলে যাই। আর এখন আমি সেই মাঠেই ভারতীয় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছি যেখানে আমি খেলতাম আর বাচ্চাদের শেখাতাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহুর্ত। যদিও আমি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ধোনির সঙ্গে কখনও দেখা করি নি, আমি শুধু ওদের টিভিতেই খেলতে দেখেছি। ধোনি এবং কোহলির উইকেট নেওয়াই আমার লক্ষ্য থাকবে”।
কখনও ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখা আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধোনি-কোহলিকে জানালেন চ্যালেঞ্জ 2
সেই সঙ্গে সিমি আরও বলেন, “ কলেজে পড়ার সময় থেকেই আমি যজুবেন্দ্র চহেল এবং সিদ্ধার্থ কৌলের সঙ্গে খেলতাম। আরও একবার ওদের সঙ্গে মাঠে মুখোমুখি হওয়া স্পেশাল হবে”। সিমি কিছুদিন আগেই আয়ারল্যান্ড টি২০ দলের হয়ে নেদারল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক ঘটান। যে ম্যাচে সিমি দুর্দান্ত বল করে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। এরপরে ব্যাটিংয়েও সিমি বিস্ফোরক ইনিংস খেলে ২৯ বলে ৫৭ রান করেন। যদিও তিনি নিজের দলকে জেতাতে পারেন নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *