শুভমান গিলের একের পর এক ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে। এই সিরিজে তার পারফরম্যান্স তাকে পরবর্তী সময়ে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। অনেকেই অবাক হয়েছে তার এতো তাড়াতাড়ি জাতীয় দলের সুযোগে, কিন্তু তার পারফরম্যান্স অন্য কথা বলছে এই মুহূর্তে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতরান করেছিলেন তিনি।এমনকি সাউথ আফ্রিকা “এ” দলের বিরুদ্ধে তার দারুণ পারফরম্যান্স ছিলো। টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে করেছিলেন ৯০ রান।মনে করা হচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তিনি ওপেন করতে পারেন।
এইমুহুর্তে তিনি তীব্র উৎসাহী ম্যাচে খেলতে নামার জন্য। টেস্টে নামার আগে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এবিষয়ে নিজের একান্ত মনোভাব জাহির করলেন এই ভারতীয় ক্রিকেটার। জানালেন তার এযাবৎ জার্নিতে তাকে সবচেয়ে বেশী অনুপ্রাণিত করেছেন কে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যখন তিনি পান্জাব দলে সুযোগ পান তখন তাকে যুবরাজ সিং এবং গুরকিরাত সিং তাকে গাইড করেছিলেন। তার বক্তব্য, “যখন আমি পাঞ্জাব দলে সুযোগ পাই, তখন সেই সময় যুবরাজ সিং এবং গুরকিরাত সিং আমাকে সাহায্য করেছিলেন আমাকে “।
এরপর তাকে তার যুবরাজের বিষয়ে জানতে চাওয়া হয় তখন গিল বলে, যুবরাজ তাকে বলেন খেলার উপর ফোকাস করার কথা। এমনকি তিনি বলেছিলেন উঠতি ক্রিকেটারেদের অন্যান্য বিষয়ে নজর না দেওয়াটা শ্রেয়।
” ও(যুবরাজ) আমায় বলেছিলেন, নিজের ক্রিকেটের উপর ফোকাস রাখার কথা।একজন ক্রিকেটারের অন্যান্য কোনও বিষয়ে নজরে না রাখার জন্য।যুবরাজ সব সময় চেয়ছে আমার নজর অন্য কোনও বিষয় না যায়।তাই কেরিয়ারের এমন একটা সময় শুধু ক্রিকেটের উপর ফোকাস ধরে রাখার কথা বলেছিলেন যুবরাজ “। মাঠ হোক অথবা মাঠের বাইরে, বরাবর এক অদ্ভুত হিমশীতল মানসিকতা লক্ষ্য করা যায় গিলের। এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বাবার থেকে এবিষয়টি তার মধ্যে এসেছে।