Shoaib Malik and Sania Mirza

পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ২০১০ সালে বিয়ের ঘোষণা দেওয়ার পর অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। এরপর থেকে নিজেদের ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার সামনে খুব একটা কথা বলেন না তাদের কেউই। আলোচনার বাইরে থেকে নিজেদের মত করে জীবন কাটাচ্ছেন তারা।

সম্প্রতি জানা গেছে যে, তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। আগামী অক্টোবর মাসে মা হতে চলেছেন সানিয়া মির্জা আর বাবা হবেন শোয়েব মালিক। আর এ কারনে কিছুদিনের জন্য টেনিস থেকে বিশ্রামে গেছেন সানিয়া মির্জা।

Shoaib Malik and Sania Mirza

এদিকে, নিজের গর্ভাবস্থা নিয়ে কথা বলেছেন সানিয়া মির্জা। এ সময় জানান, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বৈরথ দূর করার জন্য তারা বিয়ে করেন। তিনি বলেন, “অনেকেই এমনটা ভাবতে পছন্দ করে যে, আমি ও শোয়েব বিয়ে করেছে ভারত ও পাকিস্তানকে একত্রিত করা করার জন্য। আসলে ব্যাপারটি সত্য নয়। আমি যখনই পাকিস্তান যাই এবং বছরে অন্তত একবার আমার শ্বশুর-শ্বাশুরির সাথে দেখা করতে, আমি পাকিস্তানে সবার থেকে অগাধ ভালোবাসা পাই। দেশের সবাই আমাকে ‘ভাবী’ বলে সম্বোধন করে এবং তারা আমাকে অনেক সম্মান করে।”

বিয়ের পরও উভয় তারকা খেলোয়াড়ই নিজ নিজ জায়গা থেকে তাদের দেশকে প্রতিনিধিত্ব করে গেছেন আগের মত করেই। তবে সবার মধ্যে এক ধরণের গুঞ্জন চলছে অক্টোবর জন্ম নিতে যাওয়া বাচ্চার জাতীয়তা কি হবে তা নিয়ে। এ ব্যাপারেও মুখ খুলেছেন সানিয়া মির্জা। তিনি জানান, শোয়বে মালিক কিংবা তিনি কেউই জাতীয়তার ট্যাগ নিয়ে চিন্তিত নন।

Shoaib-Sania pair told what their childhood nationality would be

এই টেনিস তারকা আরো যোগ করেন, “এইসব ট্যাগ গুলো পাবলিক ফিগারদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আমাদের দেশের জন্য খেলি, আমার পরিবারের জন্য এবং আমার জন্য। আমার স্বামীর ক্ষেত্রেও একই। আমার নিজেদের দায়িত্ব সম্বন্ধে জ্ঞান রাখি কিন্তু এইসব ট্যাগগুলোকে সিরিয়াস ভাবে নিই না। এগূলো হয়ত সংবাদপত্রের শিরোনামের জন্য ভালো কিন্তু বাড়িতে আমাদের কাছে এর আলাদা কোনো মানে নেই।”

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *