সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার, দাবি শোয়েব মালিকের 1

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশের ক্রিকেটারদের। অল্প কিছুদিন আগেই স্ত্রী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে। এখন আবার নতুন বিতর্ক সৃষ্টি দলটির আরেক নিয়মিত ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। যদিও অনেক আগে থেকেই বিতর্ক সাব্বিরের ক্রিকেট জীবনের  নিত্য সঙ্গী।

সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার, দাবি শোয়েব মালিকের 2

তবে এবার সাব্বিরের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগটি আরো গুরুতর এবং পাশাপাশি অনেক লজ্জাজনকও। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নথিপত্রের তথ্য থেকে জানা গেছে, পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী ও ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জাকে উত্তপ্ত করেছিলেন সাব্বির রহমান। অভিযোগ নতুন করে মিডিয়ায় উত্তাপিত হলেও ঘটনাটি আরো আগের।

চার বছর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগ খেলতে ঢাকায় গিয়েছিলেন শোয়েব মালিক। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন নিজের স্ত্রী সানিয়া মির্জাকে। আর তখনই সাব্বির রহমান সাব্বির রহমান কর্তৃক উত্তপ্তের শিকার হন এই জনপ্রিয় টেনিস তারকা। ক্রিকেট স্টেডিয়ামের মধ্যেই এই জঘন্য কাজ করেন সাব্বির।

সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার, দাবি শোয়েব মালিকের 3

সাব্বিরের এমন অসদাচরণে রেগে গিয়েছিলেন শোয়েব মালিক। আর তাই এই বিতর্কিত ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিসিডিএমের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছিলেন তিনি। তখন সাব্বিরের এই কূকীর্তির ঘটনা মিডিয়ায় প্রকাশ না পেলেও অবশেষে তাঁর এই আচরণের বিষয়টি সাধারণ জনগণের কাছে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত ক্রিকেটার এর আগেও অনেক নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। বিপিএল চলাকালীন সময়ে টিম হোটেলে বাইরে থেকে নারী নিয়ে আসার জন্য জরিমানাও গুণতে হয়েছিল তাকে। মাঠের দর্শক পেটানোর অভিযোগেও তাকে শাস্তি পেতে হয়েছিল। অপ্রাপ্ত বয়স্ক এক বাচ্চার গায়ে তিনি হাত তুলে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার, দাবি শোয়েব মালিকের 4

এছাড়াও আরো অনেক অগ্রহণযোগ্য কাজে লিপ্ত থেকে বরাবরই বাংলাদেশ ক্রিকেটে এক বিতর্কিত নাম ‘সাব্বির রহমান’। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বাংলাদেশী ক্রিকেট সমর্থকের ফেসবুক পোস্টের জন্য তাকে গালি দিয়ে বার্তা পাঠান সাব্বির। যদিও পরে দাবি করেছিলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয়েছিল এবং ওই হ্যাকারই গালি দিয়ে বার্তা পাঠিয়েছিল ওই সমর্থককে।

এদিকে, সাম্প্রতিক ঘটনার জন্য আগামী পহেলা সেপ্টেম্বর সাক্ষাতের জন্য সাব্বিরকে ডেকে পাঠিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। সেখানে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে সাব্বির রহমানকে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *