মুম্বই: পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন রবি শাস্ত্রী। শোনা যাচ্ছে, বিরাট কোহলি ও দলের অন্য ক্রিকেটারও তাঁকেই কোচ হিসেবে দেখতে চাইছেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরই পরবর্তী কোচ হিসেবে পছন্দ শাস্ত্রীকে। এমনকি কিংবদন্তী শচীন তেন্ডুলকরও নাকি নিজে শাস্ত্রীকে অনুরোধ করেছেন কোচ হওয়ার জন্য আবেদন করতে। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাডভাইজরি কমিটিতে রয়েছেন শচীন। এই কমিটিই বিরাটদের পরবর্তী কোচ বেছে নেবে।
ইংল্যান্ডের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম দফায় কোচের বিজ্ঞপ্তি প্রকাশ করলে তখন তাতে সাড়া দেননি শাস্ত্রী। কোচ নিয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় একটা সময় শোনা যাচ্ছিল, কোচের পদে বহাল থাকবেন কোচ অনিল কুম্বলেই। তবে কোহলির সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে নিজে থেকেই সরে দাঁড়ান কুম্বলে। এরপর দ্বিতীয় দফায় বিসিসিআইয়ের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তাতে সাড়া দেন রবি শাস্ত্রী।
এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। তার অধীনে ভারত ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। শাস্ত্রীর আমলে ২২ বছর পর প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। এছাড়া ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া।
শাস্ত্রীর সময়ে দলের অভ্যন্তরীণ কোন সমস্যা ছিল না জানিয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেন, ‘রবি শাস্ত্রী ডিরেক্টর থাকাকালীন দলের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনও সংঘাত ছিল না। কোচ বনাম অধিনায়ক কোনও ব্যক্তিত্বের লড়াই ঘটেছে বলে কখনও শোনা যায়নি।’ ২০১৬ সালেও ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন শাস্ত্রী। তবে সৌরভ, শচীন ও লক্ষ্মণের সমন্বয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি কুম্বলেকে বেছে নেয়।
কুম্বলেকে নিয়ে বিতর্কের কথা মাথায় রেখে নতুন কোচ বাছাইয়ে এবার খেলোয়াড়দের মতামতকেও গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। বোর্ড কর্মকর্তার সঙ্গে খেলোয়াড়দের পছন্দের প্রাধান্য দিয়েই নির্বাচিত হবেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দলের পরবর্তী কোচ। কোহলি-রায়নাদের পছন্দের তালিকায় থাকা রবি শাস্ত্রীকে নিকট ভবিষ্যতে দলের কোচিং করাতে দেখাটাই তাই এখন অতি-স্বাভাবিক ব্যাপার।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন কুম্বলে। গত মে মাসের শেষ সপ্তাহে ভারতের কোচ হওয়ার জন্য আবেদনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল বিসিসিআই। তবে কুম্বলে পদত্যাগ করার পর সম্প্রতি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।