একই ফ্রেমে শেন ওয়ার্ন এবং হরভজন সিং, তা দেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মজায় মাতলেন যুবরাজ সিং 1

গত ১০ ই জুন ,২০১৯ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারকা ভারতীয় অল‍রাউন্ডার যুবরাজ সিং।এরপর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারাত্মক রকম এ্যক্টিভ হয়ে উঠেছেন তিনি।২০১১ তে ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান কখনও ভোলার নয়।নির্বাচিত হয়েছিলেন ম‍্যান অফ দ‍্য টুর্নামেন্ট।ব‍্যাট হাতে করেছিলেন ৩৬২ রান, অন‍্যদিকে তিনি নিয়েছিলেন ১৫ টি উইকেট।

দেশের হয়ে চার নম্বর স্থানে তার ভূমিকা ছিলো অনস্বীকার্য। তার বিদায় নেওয়ার পর যে শূন‍্যস্থান তৈরী হয়েছে ভারতীয় ক্রিকেট দলে, তা এখনো অবধি ভরাট হয়ে ওঠেনি।অনেকেই মনে করছেন ভারতীয় দল এখনো যুবরাজের সঠিক বদলি পাইনি দলে।

একই ফ্রেমে শেন ওয়ার্ন এবং হরভজন সিং, তা দেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মজায় মাতলেন যুবরাজ সিং 2

প্রসঙ্গত, ২০১৭ এর পর থেকে তেমন স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি যুবরাজ কে।এর পরবর্তী সময়ে নির্বাচকদের মন টানতে পারেননি যুবি, তাই পরবর্তী সময়ে বাধ‍্য হয়েছিলেন অবসর নিতে।

নিজের ফর্মে থাকার রান চেজের ক্ষেত্রে দলকে জেতাতে ইতিবাচক ভূমিকা পালন করেছেন যুবি।ন‍্যাটওয়েস্ট সিরিজ জয় হোক অথবা ২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় – ছক্কা এখনও যুবির কথা উঠলে অবধারিত ভাবে উঠে আসে এই সব প্রসঙ্গ।

২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় এই পান্জাবের অলরাউন্ডারের।এযাবৎ দেশের হয়ে তিনি খেলেছেন ৩০৪ টি একদিবসীয় ম‍্যাচ,৪০ টি টেস্ট এবং ৫৮ টি টোয়েন্টি ম‍্যাচ।

 

View this post on Instagram

 

Magician bowler @shanewarne23 Good to see you yesterday..

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম এ্যকাউন্টে শেন ওয়ার্নের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন হরভজন সিং।প্রসঙ্গত, ভারতের হয়ে হরভজনের অবদান কোনও অংশে কম নয়।বর্তমানে তিনি ব‍্যস্ত রয়েছেন ইংল্যান্ডে ধারাভাষ্যকারের কাজে।১৯৯৮ সালে ভারতের হয়ে অভিষেক করেন ভাজ্জি।খেলেছেন ২৩৬ টি ওডিআই,১০৩ টি টেস্ট এবং ২৮ টি টি টোয়েন্টি।

একই ফ্রেমে শেন ওয়ার্ন এবং হরভজন সিং, তা দেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মজায় মাতলেন যুবরাজ সিং 3

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে শেন ওয়ার্নকে ” ম‍্যাজিশিয়ান ” অভিধায় ভূষিত করেছিলেন হরভজন।সেই ছবিতে কমেন্টে যুবরাজ লেখেন দুই স্পিনের কিংবদন্তী একই ছবিতে যারা অন অথবা অফ ফিল্ডে রাফ এরিয়ায় মারতে ওস্তাদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *