ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন প্রাক্তন অধিনায়ক! 1

ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন প্রাক্তন অধিনায়ক! 2আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন বাংলাদেশের স্টার অলরাউন্ডার শাকিব আল হাসান। এব্য়াপারে তাঁর সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েও দিয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। অন্তত পক্ষে ছমাস টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি। সামনেই আবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে উড়ে যাওয়ার ক্রীড়াসূচি বাংলাদেশ টিমের সামনে। এই অবস্থায় দলের সেরা অস্ত্র ক্রিকেট থেকে ছুটি নিতে চলায়, বেশ চাপে বাংলাদেশ ক্রিকেটের নিয়ামক সংস্থা। এখন তার পরিবর্ত খুঁজতে হবে বিসিবিকে। খবরটি নিয়ে বেশ কয়েকদিন ধরে কানাঘুঁষো চলছিল। তবে, সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্য়ান মহম্মদ আক্রাম সরকারিভাবে সংবাদমাধ্য়মকে এই খবর জানান। সঙ্গে বোর্ডের পক্ষ থেকে তিনি এও জানান যে শাকিবকে বোর্ড ছমাসের জন্য় ছুটি দিতে প্রস্তুত। তবে, বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, এই কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। শাকিবের এই বিরতি সাময়িক। একনাগাড়ে ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন বলে নিজের শরীরকে চাঙ্গা করতেই তিনি ছমাসের জন্য় ছুটি নিচ্ছেন। এর পেছনে অন্য় কারণ নেই।

আগেই বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য় সামনেই দক্ষিণ আফ্রিকা সফর অপেক্ষা করছে। আগামী আটাশ সেপ্টেম্বর থেকে ওই সফর শুরু হবে। সফরে দুই দেশ দুম্য়াচের টেস্ট সিরিজ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্য়াচের সিরিজ  খেলার পর দুম্য়াচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। তার আগেই শাকিব তাঁর সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেওয়ায়, ধরে নেওয়া হচ্ছে, শাকিবকে ছাড়াই প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশ টিমকে। তবে, টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার অর্থ সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে পাওয়া যাবে। কিন্তু, এনিয়ে কোনও রকম আলাদা করে মন্তব্য় করা হয়নি বিসিবি তরফে।

শাকিব তাঁর সিদ্ধান্তের কথা বোর্ডকে জানানোর পর বিসিবি সভাপতি নাজমূল হক উচ্চ-পদস্থ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন। আলোচনার মূল বিষয় ছিল, কি করে শাকিবের ওপর থেকে চাপ কমানো যায়। সেখানেই শাকিবের সাময়িক বিরতির নেওয়ার বিষয়টি মঞ্জুর করা হয়। কারণ, এতে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ জড়িত রয়েছে।

শাকিবের ছুটির আবেদন মেনে নিলেও, তাঁর ওপরেই খেলা না খেলা বিষয়টি ছেড়ে রেখেছে বিসিবি। বোর্ডের চেয়ারম্য়ান বলেন, শাকিব চিঠি লিখেছে বোর্ডের কাছে। ছমাসের বিরতি নেওয়ার জন্য়। ও যদি মনে করে, প্রথম টেস্টে খেলবে না, তাহলে খেলবে না। যদি দ্বিতীয় টেস্টে খেলতে চায়, তবে অবশ্য়ই মাঠে নামতে পারে। দলের সঙ্গে ওকে আমরা দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছি না। কিন্তু, ওর সিদ্ধান্তটা যখন ইচ্ছে বোর্ডকে জানাতে পারে। তবে, আক্রাম মেনে নিয়েছেন, শাকিব টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলে, তাতে বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে। কারণ, বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে আরও বেশিদিন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন এই স্টার অলরাউন্ডার। এবিষয়ে আক্রামের বক্তব্য়, সবসময় নিজেদের কথা ভাবলে চলবে না। শাকিবের ক্লান্তির ব্য়াপারটাও মাথায় রাখতে হবে।

উল্লেখ্য়, ২০০০ সালে টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পাওয়ার পর ডেভেলপমেন্ট পর্যায় কাটিয়ে উঠে বাংলাদেশ ক্রিকেট এখন প্রবল শক্তিধর হওয়ার পথে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে ঢাকা টেস্টে পরাস্ত করে বাংলাদেশ। সেই জয়ে ব্য়াট ও বল হাতে বড় ভূমিকা নেন শাকিব। আইসিসি ব়্য়াঙ্কিয়ে এক নম্বরে থাকা বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ৫১টি টেস্ট, ১৭৭ ওয়ান-ডে এবং ৫৯টি টি-২০ ম্য়াচে ৯৭৮৫ রান করেছেন আন্তর্জাতিক আসরে। উইকেট সংখ্য়া ৪৮২টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *