হিন্দুদের গোমাংস খাওয়ানোর অভিযোগ শাকিব আল হাসানের বিরুদ্ধে, ক্রিকেটতারকার কাণ্ডে হইচই বাংলাদেশে !! 1

বাংলাদেশে বিতর্কের কেন্দ্রে শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এর আগে আম্পায়ারকে গালিগালাজ, সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্টাম্পে লাথি মারার মত ঘটনা ঘটিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে সতীর্থ তামিম ইকবালের সাথে শাকিবের দ্বন্দ্ব নিয়ে দুই আধখানা হয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটমহল। বিশ্বকাপের মত বড় মঞ্চে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Agelo Mathews) টাইমড আউট করে সংবাদমাধ্যমের ফোকাসে এসেছেন শাকিব। নিদাহাস ট্রফি চলাকালীন সাজঘরের কাঁচের দরজা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে। কিন্তু এবার ক্রিকেটের বাইশ গজে নয়, বরং মাঠের বাইরে বড়সড় বিতর্কে জড়ালেন তিনি। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বিশ্বকাপের পর আঙুলের চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন শাকিব (Shakib Al Hasan)। খেলেন নি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে সিরিজ। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়ানো শাকিব বরং মন দিয়েছেন রাজনৈতিক কেরিয়ার গড়ার কাজে। ২০২৪ সালে ছিলো বাংলাদেশের জাতীয় নির্বাচন। শাসক দল আওয়ামি লীগের হয়ে প্রার্থী হয়েছেন শাকিব (Shakib Al Hasan)। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা গত নির্বাচনেই আওয়ামি লীগের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। নড়াইল অঞ্চলের সাংসদ’ও নির্বাচিত হন তিনি। মাশরাফির পদাঙ্ক অনুসরণ করেই মাগুরা-১ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটের প্রচারের অংশ হিসেবেই নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। প্রচারের সময়েই আওয়ামি লীগের হিন্দু কর্মীদের জোর করে গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে।

Read More: এমএস ধোনিকে খুল্লামখুল্লা অপমান করলেন জাহ্নবী কাপুর, করলেন এই নোংরা কাজ !!

ভোটে জিতলেও শাকিবকে নিয়ে বিতর্কের ঝড়-

Shakib Al Hasan | Image: Getty Images
Shakib Al Hasan | Image: Getty Images

বাংলাদেশে গত ৭ জানুয়ারি ছিলো ভোট। গতকাল রাত থেকেই ফলাফলের ট্রেন্ড সামনে আসতে শুরু করেছিলো। আরও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন আওয়ামি লীগ যে ক্ষমতায় ফিরছে তা দিনের আলোর মত পরিষ্কার ছিলো গতকাল থেকেই। ক্রিকেট তারকা শাকিব আল হাসানের (Shakib Al Hasan) জয়ের ব্যাপারেও নিশ্চিত হওয়া গেছিলো গত রাতেই। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। মাগুরা-১ কেন্দ্রে সাংসদ হিসেবে শপথ নেওয়ার পূর্বেই অবশ্য বড়সড় বিতর্কের ঝড় বয়ে চলেছে তাঁকে নিয়ে। শাকিবের বিপক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় অসহিষ্ণুতা প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। ভোটপ্রচারের অংশ হিসেবে মাগুরায় নিজেদের দলের কর্মীদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করেছিলেন শাকিব (Shakib Al Hasan)। প্রায় ৪০০ অতিথি আমন্ত্রিত ছিলেন সেইদিন। সেই ‘দাওয়াত’ অনুষ্ঠানই এখন বিতর্কের কেন্দ্রে। যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন শাকিব, তা হিন্দু অধ্যুষিত। তবে ‘দাওয়াত’ অনুষ্ঠানে হিন্দু অতিথিদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা উদ্যোক্তাদের তরফে করা হয় নি বলেই অভিযোগ। খেতে বসার পরে অনেকে বুঝতে পারেন ‘মাটন’ বলে যা পাতে পড়েছে, তা আসলে গোমাংস। হিন্দু ধর্মে গো হত্যা বা গরুর মাংস ভক্ষন, দুই’ই নিষিদ্ধ। স্বাভাবিক কারণেই ক্ষোভ জমে অতিথিদের মধ্যে। অনেকেই খাওয়া ছেড়ে উঠে যান। অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে যান। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে।

ব্যবস্থাপনায় বড়সড় গলদ ঢাকতে নাকি আসরে নামেন খোদ ক্রিকেট তারকা শাকিব (Shakib Al Hasan) আর তাঁর বাবা। আওয়ামি লীগের হিন্দু কর্মীদের অনেককে নাকি মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয়। খবর অবশ্য চাপা থাকে নি। মাগুরা অঞ্চলের হিন্দু নেতা অনিমেষ কুমার ঘোষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। মিডিয়ার সামনে মুখ খুলে তিনি জানিয়েছেন, “ইচ্ছাকৃত হিন্দুদের গোমাংস খাওয়ানো হয়েছে। তারপর মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয়েছিলো। আওয়ামি লীগের বেশ কয়েকজন হিন্দু নেতা আমায় তা জানিয়েছেন।” প্রসঙ্গত ধর্মীয় কারণে বিতর্কে এর আগেও জড়িয়েছেন শাকিব। কলকাতার এক কালী পূজা প্যান্ডেলের উদ্বোধন করায় নিজের দেশেই ইসলাম ধর্মাবলম্বীদের রোষের মুখে পড়েছিলেন তিনি।সেই যাত্রায় ক্ষমা চেয়ে নেন শাকিব (Shakib Al Hasan)। তবে হিন্দুদের খাবার পাতে গোমাংস পরিবেশনের মত ঘটনার পরেও কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি তাঁর থেকে।

Also Read: ডিপ্রেশনের শিকার ঈশান কিষান, BCCI’এর নোংরা রাজনীতির ফলে পাচ্ছে না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *