শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে না আসার পিছনে এই বিষয়টিকেই অন‍্যতম কারণ মনে করছেন শাহিদ আফ্রিদি 1

আসন্ন পাকিস্তান সফর থেকে ইতিমধ্যে নাম তুলে নিয়েছেন একাধিক প্রথম সারির শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।গোটা বিষয়টির জন্য ঘুরপথে আইপিএল কেই দায়ী করলেন শাহিদ আফ্রিদি। ২০০৯ সালে লাহোরে জঙ্গি হানার পর থেকে এখনো অবধি পাকিস্তানের মাঠে আয়োজিত হয়নি কোনও রকম টেস্ট ম‍্যাচ। ২০১৫ এর আগে কোনও রকম আন্তর্জাতিক ম‍্যাচ আয়োজিত হয়নি সেদেশে।ঘটনার পর এখনো অবধি সেদেশের মাটিতে আয়োজিত হয়েছে নয়টি টি টোয়েন্টি এবং তিনটি একদিবসীয় ম‍্যাচ।

শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে না আসার পিছনে এই বিষয়টিকেই অন‍্যতম কারণ মনে করছেন শাহিদ আফ্রিদি 2

প্রসঙ্গত, সেই ঘটনার এখনো অবধি একটি মাত্র টি টোয়েন্টি ম‍্যাচ পাকিস্তানের মাটিতে খেলেছিলো শ্রীলঙ্কা, তাও অক্টোবর, ২০১৭ তে।এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আয়োজিত ” পি এস এল ” এ মাত্র কয়েকজন শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলতে দেখা যায়, যার অধিকাংশ খেলা গুলো আয়োজিত হয় সংযুক্ত আরব আমরশাহিতে।

সূত্রের খরব অনুযায়ী সেপটেম্বর – অক্টোবর জুড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল যেতে চলেছে পাকিস্তান সফরে। ২৭ শে সেপটেম্বর থেকে ৯ ই অক্টোবর জুড়ে তারা খেলবে তিন ম‍্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ।এই সফর থেকে ইতিমধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন প্রথম সারির শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে না আসার পিছনে এই বিষয়টিকেই অন‍্যতম কারণ মনে করছেন শাহিদ আফ্রিদি 3

শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটারদের এই সফরে না আসার অন‍্যতম কারণ আইপিএল কেই মনে করেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি।তার বক্তব‍্য, ” আইপিএলের ফ্রান্চাইজি গুলো শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর এমন চাপ সৃষ্টি করছে।আমি বেশ কিছু শ্রীলঙ্কার ক্রিকেটারদের এবিষয়ে প্রশ্ন করেছিলাম, তাদের সকলের বক্তব্য, তারা আসতে ইচ্ছুক,কিন্তু আইপিএলের ফ্রান্চাইজি গুলোর তরফে তাদের জানানো হয়েছে তারা পাকিস্তান গেলে আইপিএলে’র চুক্তি নাও পেতে পারে “।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *