কাবুল: সব মিলিয়ে যেখানে ১২০ বলের খেলা, সেখানে দলীয় রান ২০০ পেরোলেই খুশি হয় যে কোন দল। তাই ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করা প্রায় অসম্ভবই বলে ভাবতেন সবাই। কিন্তু সেরকমই একটি অভাবনীয় কীর্তি গড়ে দেখালেন আফগানিস্তানের তারকা শফিকউল্লাহ শাফাক। তাঁর ব্যক্তিগত স্কোর ৭১ বলে ২১৪ রান! স্কোরবোর্ড দেখে তো অবাক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন বিস্ফোরক ইনিংস খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই আফগান ক্রিকেটার। তিনি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য তিনি। খেলেছেন শেষ তিনটি টি-২০ বিশ্বকাপে। খেলেছেন ওয়ানডে বিশ্বকাপেও।

এখানে দেখুনঃ ঘোষিত হল আসন্ন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টেস্ট দল
চলতি বছরের মার্চ মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ছুঁয়েছিলেন আফগানিস্তানের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। সেই শফিকউল্লাহ শাফাক এবার আফগানিস্তানে স্থানীয় নাঙ্গরহার চ্যাম্পিয়ন্স ট্রফি নামের টি-২০ টুর্নামেন্টে করেছেন ডাবল সেঞ্চুরি। মাত্র ৭১ বলে খেলেছেন ২১৪ রানের বিস্ফোরক এক ইনিংস। যেখানে ১৬টি চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকিয়েছেন ২১টি! বিপক্ষ দলের বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দেন তিনি!।


আফগানিস্তানের প্যারাগন নাঙ্গরহার চ্যাম্পিয়ন ট্রফি নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খতিজ ক্রিকেট অ্যাকাডেমির হয়ে কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ২১৪ রানের ইনিংসটি খেলেন শফিকউল্লাহ। তার দল ২০ ওভারে তোলে ৩৫১ রান। শফিকউল্লাহর ভাই ওয়াহিদউল্লাহ শাফাক ৩১ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৮১ রান। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। ২৪৪ রানের বিশাল জয় পায় খতিজ ক্রিকেট অ্যাকাডেমি।


আরোও দেখুনঃ দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান
শফিকউল্লাহ ভারতের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন ২৮ বলে। আফগানিস্তানের দ্রুততম ওয়ানডে ফিফটির মুহাম্মদ নবীর রেকর্ড স্পর্শ করেন তিনি। শফিকউল্লাহর ভাই ওয়াহিদউল্লাহ আফগানিস্তানের হয়ে ২০১৪ ও ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। ২০ বছর বয়সি এই ক্রিকেটার সম্প্রতি জিম্বাবোয়ে সফরে খেলেছেন আফগানিস্তান ‘এ’ দলের হয়েও।
