ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলের নির্বাচকদের দ্বারা নির্বাচিত ১৫ সদস্যের দলে নির্বাচকদের এমন কিছু সিদ্ধান্ত রয়েছে যা বোঝা অসাধ্য। আমরা আপনাদের এই বিশেষ প্রতিবেদনে সেই পাঁচটি সিদ্ধান্তের ব্যাপারে জানাব।
তরুণ খেলোয়াড় শুভমান গিলকে না খেলিয়েই বাদ কেন?
তরুণ খেলোয়াড় শুভমান গিল ভারতের সঙ্গে নিউজিল্যাণ্ড সফরের টি-২০সিরিজে ছিলেন, কিন্তু সেখানে তাকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হয়নি। এখন ভারতীয় দলের নির্বাচকরা তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ দিয়েছে। শেষমেষ বিনা প্লেয়িং ইলেভেনে সুযোগ দিয়েই শুভমান গিলের মত তরুণ খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত বোঝার বাইরে।
কেদারকেও বিনা খেলিয়ে কেন দেওয়া হল বাদ?
কেদার যাদবও নিউজিল্যাণ্ড সফরে টি-২০ সিরিজে ছিলেন। তাকেও প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন তাকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তও বুদ্ধির বাইরে।
ধবন আর রোহিতকে কেনও বিশ্রাম নয়?
মিডিয়ায় নির্বাচনের আগে খবর ছিল যে শিখর ধবন আর রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু এমনটা হয়নি। রোহিত আর ধবন দীর্ঘ সময় ধরে লাগাতার ক্রিকেট খেলছেন। কিন্তু বিসিসিআইয়ের নির্বাচকরা তাদের বিশ্রাম দিচ্ছেন না। অন্যদিকে বুমরাহ আর অধিনায়ক কোহলি বেশ কয়েকবার বিশ্রাম পেয়েছেন। নির্বাচকদের এই সিদ্ধান্তও বোঝার বাইরে।
খলিলকে কেন দেওয়া হল বাদ?
খলিল আহমেদ নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সঠিক বোলিং করেছিলেন, কিন্তু এখন তাকে নির্বাচকরা দল থেকে বাদ দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা তাও বোঝার বাইরে হয়ে দাঁড়িয়েছে।
উমেশ যাদবকে কেনও দেওয়া হল সুযোগ?
নির্বাচকরা উমেশ যাদবকে দলে জায়গা দিয়েছেন, কিন্তু নির্বাচকদের এই সিদ্ধান্তও যথেষ্ট অবাক করার মত। কারণ উমেশ সাম্প্রতিক কালে কোথাও টি-২০ ক্রিকেট খেলেন নি। এই অবস্থায় তাকে কিভাবে টি-২ দলে নির্বাচিত করা হল তা কারো মাথায় ঢুকছে না।
এখানে দেখে নিন পুরো দল
India’s squad for T20I series against Australia: Virat (Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Vijay Shankar, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Umesh Yadav, Sidharth Kaul, Mayank Markande #INDvAUS
— BCCI (@BCCI) 15 February 2019