ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ ২০১৫র পর থেকে ওয়ানডে ক্রিকেটে ৪ নম্বর পজিশন নিয়ে সমস্যা তৈরি হয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭র ফাইনাল আর বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনালে টপ অর্ডার ফ্লপ হওয়ার পর ভারতীয় দলের মিডল অর্ডারও চলে নি আর দুই মাচেই ভারতকে হারের মুখে পড়তে হয়। এ ছাড়া বেশ কিছু অন্য ম্যাচেও এটা হয়েছে।
বিশ্বকাপে বেশ কিছু ব্যাটসম্যানকে সুযোগ
বিশ্বকাপে ভারতীয় দল কেএল রাহুলকে দিয়ে চার নম্বরে শুরু করে। ওপেনিং ব্যাটসম্যান রাহুল আগস্ট ২০১৮ থেকে বিশ্বকাপ পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছিলেন কিন্তু কোনোটাতেই চার নম্বরে ব্যাট করেননি। শিখর ধবন আহত হওয়ার পর রাহুল রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন অন্যদিকে বিজয় শঙ্কর আর তারপর ঋষভ পন্থ চার নম্বরে সুযোগ পান। কিন্তু কেউই বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করে হাফসঞ্চুরি পর্যন্ত করতে পারেননি।
সঞ্জয় বাঙ্গার দিলেন বয়ান
২০১৪ থেকে ওয়েস্টইন্ডিজ সফর পর্যন্ত ভারতীয় দলের ব্যাটিং কোচ থাকা সঞ্জয় বাঙ্গার ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান বাছা নিয়ে বয়ান দিয়েছেন। বাঙ্গারকে ওয়েস্টইন্ডিজ সফরের পর ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে তিনি চার নম্বর ব্যাটসম্যান নিয়ে বলেন,
“পুরো টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা চার নম্বরের জন্য সিদ্ধান্ত নেওয়ার অংশ ছিলেন। এটা বিকল্প, বর্তমান ফর্ম, ফিটনেসের মাপদন্ডের উপর নির্ভর করত। তা সে বাঁহাতিই হোক বা সে বোলিং করতে পারুক”।
সকলকেই ধন্যবাদ জানিয়েছেন
সঞ্জয় বাঙ্গার প্রায় ৫ বছর ভারতীয় দলের ব্যাটিং কোচ থেকেছেন আর দ্বিতীয়বার কোচ হতে না পারায় তিনি অবশ্যই নিরাশ কিন্তু তিনি একসঙ্গে কাজ করা প্রধান কোচের পাশাপাশি বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,
“নিরাশ হওয়া একটা স্বাভাবিক আবেগ। যা কিছুদিন পর্যন্ত চলে। কিন্তু আমি বিসিসিআই আর সমস্ত কোচ ডানকান, অনিল আর রবিকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেটের সেবা করার সুযোগ দিয়েছেন”,