আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের সাফল্য়ের ঢেউ বাণিজ্য় নগরী মুম্বইয়ের সিনেমা পাড়া থেকে এসে আছড়ে পড়ল টেনিস মহলে। গত রবিবার শেষ হওয়া মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মিতালি রাজরা হেরে গেলেও গোটা টুর্নামেন্টে ভারতের মেয়েদের পারফরমেন্স বেশ প্রশংসা কুড়িয়েছে। সেমিফাইনালে গতবারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই রাতারাতি একেবারে ‘নোবডি’ থেকে ‘সুপারস্টার’ হয়ে গেছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। বিরাটদের মতোই এখন মিতালিদেরও একই রকম কদর ভারতীয় ক্রিকেট মহলে। জোর গলায় ভারত অধিনায়িকা বলেই দিয়েছেন, মেয়েদেরও আইপিএল চাই। ছেলেরা একা কেন খেলবে?
মিতালিদের লড়াকু মেজাজ দেখে বেশ উচ্ছ্বসিত ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। দেশের মেয়েরা ইদানিং যেভাবে সামনে এগিয়ে এসে উদাহরণ তৈরি করছেন, তাতে খুব খুশি হায়দরাবাদি টেনিস সুন্দরী। আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতীয় মহিলা দল নিয়ে বললেন, “ইদানিং ভারতের হয়ে নানান ইভেন্টেই অনেক মহিলা ক্রীড়াবিদই খুব ভাল ফল করছেন। আমার মনে হয়, মিতালিরা ফাইনালে হেরে গেলেও ওদের লড়াই সকলের কাছে অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে।”

সানিয়ে এরপর বলেন, “ভারতের মহিলা ক্রিকেট দল যেভাবে বিশ্বকাপের ফাইনালে উঠেছে, আর যেভাবে দেশের মানুষ ওদের সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাতে বলতেই হয়, ভবিষ্যতে ওদের এভাবেই ভালো ক্রিকেট খেলতে উৎসাহ যোগাবে ভারতবাসী।”

এখানে দেখুনঃ এ কোন ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন মাধুরী! জানলে অবশ্যই অবাক হবেন
এদিকে, চলতি বছরের শেষের দিকে নভেম্বর মাসে ভারতে ডব্লিউটিএ টুর্নামেন্টের আসর বসবে। ভারতে এধরনের টুর্নামেন্ট এই প্রথমবার হবে। সে বিষয়ে সানিয়ে বললেন, আন্তর্জাতিক মহলে নিজের পরিচিতি তৈরি করতে হলে ভারতীয় মহিলা টেনিসে খুব দ্রুত উন্নতি প্রয়োজন।

গত মঙ্গলবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে ডব্লিউটিএ’র ‘ফিউচার স্টার টেনিস ক্লিনিক’। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সানিয়া। কামরান কৌর থান্ডি এবং প্রার্থনা থোম্বারের মতোই আরও নতুন তারকাকে ভারতের দরকার বলে সানিয়া জানিয়ে যান। আর তা এখন থেকে না তৈরি করতে পারলে ভারতীয় টেনিসের দ্রুত উন্নতি সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় টেনিস সুন্দরী। সানিয়ার কথায়, “শুধু আশা নিয়ে বসে থাকলে চলবে না। নতুন নতুন মুখ তুলে আনতে হবে। চেষ্টা করতে হবে। তবেই আগামী দিনের তারকারা জন্ম নেবে।” তবে, দেশের টেনিস নিয়ে আশাবাদী ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা। “ভারতীয় টেনিস ঠিক পথেই এগোচ্ছে। কিন্তু, ভারতীয় মহিলা টেনিসের ভালোদিন দেখতে হলে ওই খেলাটাকেই আরও উন্নত করতে হবে। ধারাবাহিকতা আনতে হবে।”

আগামী মাসেই যুক্তরাষ্ট্র ওপেন টেনিস। জোর কদমে প্রস্তুতি নিতে নেমে পড়বেন এবার। সানিয়া সে ব্য়াপারে জানালেন, “উইম্বলডনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি। নতুন উদ্যমে ফ্লাশিং মেডোতে অভিযান শুরু করব। আগামী সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করে দেব এজন্য়।”
