কুম্বলের সঙ্গে চুক্তি ছিল বছরে ৬ কোটি টাকার, ক্রিকেটারদের বকেয়া মিটিয়ে অর্থের তালিকা প্রকাশ করল বিসিসিআই 1

এদেশের জাতীয় খেলা কি –  খোখো, না হা-ডুডু। প্রশ্নটা করলে বেশিরাগ মানুষই জবাব দিতে পারবেন না। অনেকে আবার মাথা চুলকে হকির নামও নিয়ে ফেলেন। ক্রিকেট মানুষের জীবনে অজান্তে এমনভাবে গেঁথে গিয়েছে যে নাওয়া-খাওয়া-আলোচনা, এই একটা খেলাকে ঘিরেই। ক্রিকেট খেললেই টাকা। তাই ছেলে জন্মালে মা-বাবার প্রথম শখ হয়ে ওঠে ছেলেকে ক্রিকেটার বানাবো (মহিলা ক্রিকেট নিয়ে এদেশে তেমন আদেখলামি নেই বলে অভিভাবকরা ঢাক পিটিয়ে বলেন না, মেয়েকে ক্রিকেটার বানাব)। টিভিতে নরম পানীয়র বিজ্ঞাপণে ক্রিকেটারদের মুখ দেখেই সাধারণ মানুষ আঁচ করে নেন, এঁরা বড়ো লোক। আর মিডিয়ার কল্য়াণে সবাই জানে, ভারতীয় ক্রিকেটাররা কতো টাকা আয় করেন। সেই জন্য়ই কোন সময় গো-হারান হারলে, ক্রিকেটারদের টাকার প্য়াঁক খেতে হয়।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী নিয়ামক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। সংক্ষেপে বিসিসিআই। ক্রিকেটারদের মাইনেটাও তেমন হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। জুন মাসে (চলতি বছরের) কোন ক্রিকেটারকে কত টাকা দেওয়া হয়েছে, তা নিয়ে একটা তালিকা নিজেদের ওয়াবসাইটে প্রকাশ করেছে বিসিসিআই। ক্রিকেটারদের সঙ্গে আর যাঁদের টাকা মেটেনো হয়েছে পারিশ্রমিক হিসেবে, তাঁদের নামও দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে চলতি বছরের এপ্রিল মাসের প্রফেশনাল ফি হিসেবে ৪৮ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বিরাটদের কোচিং করানোর বিনিময়ে কুম্বলের সঙ্গে বার্ষিক ৬ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার চুক্তি করেছিল বিসিসিআই। তাঁর কোচিং করানোর স্টাইল বিরাটের পছন্দ না হওয়ায় বিরোধ প্রকাশ্য়ে চলে আসে। তারপর চ্য়াম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ভারতের হারের পর কোচের পদ থেকে ইস্তফা দেন জাম্বো। প্রসঙ্গত, পাকিস্তান ম্য়াচে টসে যাওয়ার আগে বিরাটকে কুম্বলে বলেই দিয়েছিলেন, টসে জিতলে ভারত যেন আগে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু, কোচের পরামর্শ অগ্রাহ্য় করে বিরাট আগে ফিল্ডিং নেন এবং ভারত ১৮০ রানে হারার পাশাপাশি এই প্রথম কোনও আইসিসি পরিচালিত টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হারার লজ্জাজনক রেকর্ড গড়ে ভারত। জানা গিয়েছে, ইংল্য়ান্ড সিরিজ থেকেই কোচের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বিরাট।

পারিশ্রমিক মেটানোর তালিকা অনুযায়ী দলের স্টার ক্রিকেটার ওপেনার রোহিত শর্মাকে ২০১৫-১৬ সালের বোর্ডের মোট আয়ের অংশ হিসেবে ১ কোটি ১২ লাখ টাকা দিয়েছে বিসিসিআই। টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে একই খাতে দেওয়া হয়েছে এক কোটি ১০ লক্ষ টাকা। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন এক কোটি আক লাখ টাকা।

২০১৭-র জুন মাসে ক্রিকেটার/ কোচকে দেওয়া অর্থের পরিমাণ জানিয়ে বিসিসিআই কর্তৃক প্রকাশিত তালিকা –

মণীশ পান্ডে – ২৯ লক্ষ ৭০ হাজার ১১২ টাকা (২০১৫-১৬ সালে বোর্ডের মোট আয়ের অংশ)

কুম্বলের সঙ্গে চুক্তি ছিল বছরে ৬ কোটি টাকার, ক্রিকেটারদের বকেয়া মিটিয়ে অর্থের তালিকা প্রকাশ করল বিসিসিআই 2
সুরেশ রায়না – ৩২ লক্ষ ৮২ হাজার ৭৫৭ টাকা (মোট আয়ের অংশ)

অমিত মিশ্র – ৪২ লক্ষ ২০ হাজার ৬৮৯ টাকা (মোট আয়ের অংশ)

ভুবনেশ্বর কুমার – ৬৭ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা (মোট আয়ের অংশ)

উমেশ যাদব – ৮৩ লক্ষ ৬৩ হাজার ২১৪ টাকা (মোট আয়ের অংশ)

কুম্বলের সঙ্গে চুক্তি ছিল বছরে ৬ কোটি টাকার, ক্রিকেটারদের বকেয়া মিটিয়ে অর্থের তালিকা প্রকাশ করল বিসিসিআই 3

রোহিত শর্মা – ১ কোটি ১২ লক্ষ ৫৫ হাজার ১৬৭ টাকা (মোট আয়ের অংশ)

ভুবনেশ্বর – ২৮ লক্ষ ৬৫ হাজার ৬৫৯ টাকা (আইসিসি ও বিসিসিআই টেস্ট ব়্যাঙ্কিং প্রাইজ মানির করযোগ্য় অংশ)

অমিত মিশ্র – ৩২ লক্ষ ১২ হাজার ৫৯ টাকা (করযোগ্য় অংশ)

রবিচন্দ্রন অশ্বিন – ৩৪ লক্ষ ৭৯ হাজার ৭২৯ টাকা (করযোগ্য় অংশ)

মুরলি বিজয় – ৩৪ লক্ষ ৭৯ হাজার ৭২৯ টাকা (করযোগ্য় অংশ)

অশ্বিন – ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯১৫ টাকা (মোট আয়ের অংশ)

কান্নুর লোকেশ রাহুল  – ৪২ লক্ষ ২০ হাজার ৬৮৯ টাকা (মোট আয়ের অংশ)

কুম্বলের সঙ্গে চুক্তি ছিল বছরে ৬ কোটি টাকার, ক্রিকেটারদের বকেয়া মিটিয়ে অর্থের তালিকা প্রকাশ করল বিসিসিআই 4

অজিঙ্কা রাহানে – ১ কোটি ১০ লক্ষ ৯৮ হাজার ৮৪৬ টাকা (মোট আয়ের অংশ)

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *