ক্রিকেটের আঙিনায় ক্রমশ নিজের একটি পরিচয় তৈরী করছেন অর্জুন তেন্ডুলকর।বাবা কিংবদন্তি শচীন তেন্ডুলকরের পদাঙ্ক অনুসরন করে তিনি ও এসেছেন ক্রিকেট জগতে।নিজেকে অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে ডুবিয়ে রাখে অর্জুন।গতবছর জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। অনু্র্ধ উনিশ দলের হয় সেইবার শ্রীলঙ্কা সফরে গেছিলেন তিনি।যদিও সেই সফরে খুব একটা দাগ কাটতে পারেনি।
ব্যার্থতার রেশ কাটিয়ে ফের নিজেকে নিরলস পরিশ্রমের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন অর্জুন।এবছর মুম্বাই টি টোয়েন্টি লিগে আকাশ টাইগার্স তাকে দলে নিয়েছিলো।প্রসঙ্গত, তিনি ছিলেন এইবারে এই লিগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার।নিলামে ৫ লক্ষ টাকার বিনিময়ে দলে সই করায় আকাশ টাইগার।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য তারকা ক্রিকেটার পৃথ্বী শাহ, সূর্য কুমার যাদব এর পাশাপাশি এই বা – হাতি অলরাউন্ডার, নিজের প্রতিভার স্ফুরণ রেখেছিলেন।এই লিগ এখন অতীত, বর্তমানে এই তারকা ক্রিকেটার পুত্র রয়েছেন ইংল্যান্ডে, সেখানে এমসিসি’র ইয়ং ক্রিকেটার্সের হয়ে একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তিনি।এবং সেখানেও ফের আরেকবার নজর কাড়লেন তিনি দুরন্ত বোলিং করে।
সোমবার সারে’র দ্বিতীয় একাদশ দলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন অর্জুন,এবং সেই ম্যাচে সারে’র ব্যাটসম্যান নাথান তিল্লেই কে যে ডেলিভারিতে আউট করেছেন তা দেখে অভিভূত গোটা বিশ্ব ক্রিকেট।চ্যাম্পিয়ান্স শিপ কন্টেস্টের এই এইম্যাচে শুধুমাত্র তিল্লে কে আউট করাই নয়, এছাড়া আরো একটি উইকেট পেয়েছিলেন তিনি।বিবি এ গেডসের উইকেট নিয়ে।এদিন অর্জুনের দিনের শেষে হিসেব – নিকেশের প্রমান দাড়ায়, ২ /৫০, এগারো ওভার বোলিং করেছেন তিনি এক্ষেত্রে।অন্যদিকে প্রথম ইনিংস শেষে সারে স্কোর বোর্ডে যোগ করে ৩৪০ রান।
গতবছর ইংল্যান্ডে নেট বোলার হিসেবে ছিলেন অর্জুন।সেই সময় সাউথ আফ্রিকা এসেছিল ইংল্যান্ড সফরে।সেইবার লর্ডসে নেট প্রাক্টিস করাকালীন তার করা বোলিংয়ে চোট পেয়েছিলেন জনি ব্যারিস্টো।এমনকি পরবর্তী সময়ে বিরাটদের নেটেও তাকে দেখা গেছে বোলিং করতে।এমনকি তাকে পরামর্শ নিতে দেখা গেছিলো রবি শাস্ত্রী কাছ থেকে।এদিকে বর্তমানে যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে ভাইরাল হয়েছে সেই বোলিং টির ভিডিও তখন ও ছেলের এমন কৃতিত্বের বিষয়ে কোথাও কিছু বলতে শোনা যায়নি মাস্টার্স ব্লাস্টার্স কে।তিনি এই মুহূর্তে ব্যস্ত বিশ্বকাপের ধারাভাষ্যের কাজে।
দেখে নিন সেই ভিডিও
😳 Arjun Tendulkar, take a bow!
He took this stunning wicket this morning for @MCCYC4L.
Follow their progress versus @SurreyCricket 2nd XI ➡️ https://t.co/Vs5CtV2o8N#MCCcricket pic.twitter.com/5Mb3hWNI70
— Lord's Cricket Ground (@HomeOfCricket) June 17, 2019