শচীন তেন্ডুলকরকে বিদ্রুপ আইসিসির ! 1

ইংল্যান্ডের ক্রিকেটে ঐতিহাসিক দিন।প্রথম বারের পেলো বিশ্বকাপের স্বাদ, তাও আবার ঘরের মাঠে।ঐতিহ্যশালী লর্ডসের মাঠে মর্গ‍্যানরা এদিন হারিয়ে দিয়েছিলো উইলিয়ামসনদের।রোমান্চকর এই ফাইনাল নিঃষ্পত্তি হয়নি সুপার ওভারেও।শেষ অবধি অধিক বাউন্ডারি মারার বিচারে শেষ অবধি ট্রফি ওঠে মর্গ‍্যানদের হাতে।এদিন ইংল্যান্ডের নায়ক বেন স্টোকস।তার হাতে ট্রফি তুলে দেন শচীন তেন্ডুলকর।

শচীন তেন্ডুলকরকে বিদ্রুপ আইসিসির ! 2

এদিন ম‍্যাচের পর ক্রিকেট ওয়াল্ড কাপের সরকারি টুইটার হ‍্যান্ডেল থেকে ম‍্যাচের পর বিভিন্ন ক্রিকেটার এবং ফ‍্যানদের নিয়ে মজার মজার ক‍্যাপশন সহ ছবি পোস্ট করা হয়।এমনই একটি ছবি দিয়ে মছা করতে গিয়ে ফ‍্যানদের তীব্র রোষের মুখে পড়তে হলো আইসিসি কে।

এদিন ম‍্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি ফ্রেমবন্দি ছবি টুইট করা হয়।সেখানে ক‍্যাপশানে লেখা হয় ” দ‍্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম উইথ শচীন তেন্ডুলকর ” ।
শচীন তেন্ডুলকরকে বিদ্রুপ আইসিসির ! 3

ইংল্যান্ডের ক্রিকেট দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য বেন স্টোকস।ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তার নাম লেখা থাকবে একজন কিংবদন্তী অলরাউন্ডার হিসাবে।এদিন ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করা কালীন স্টোকস করেছিলেন ৮৪।তার এমন দুরন্ত ইনিংসের সুবাদে নির্বাচিত হন ” ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ ” ।

দুই দল এদিন ৫০ ওভার শেষে করেছিল ২৪১ রান।ইংল্যান্ড শেষ ওভারে করেছে ১৪ রান।এক্ষেত্রে আছে বেন স্টোকসের ব্যাট ছুঁয়ে যাওয়া একটি চার সহ ছয় রান।যা নিউজিল্যান্ডের বিপক্ষে টাই করতে সাহায্য করেছিল।

এর সুবাদে বিশ্ব ক্রিকেট দেখলো প্রথম বিশ্বকাপ ক্রিকেটে সুপার ওভার।সুপার ওভারে স্টোকস এবং বাটলার ইংল্যান্ড কে পৌঁছে দেয় ১৫ রানে‌।পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের হয়ে ব‍্যাটিং করতে নামে জিমি নিশ‍্যাম এবং মার্টিন গুপ্টিল।জোফ্রা আর্চারের বলে তারাও শেষ অবধি পৌছায় ১৫ রানে।কিন্তু ম‍্যাচে বাউন্ডারি মারার বিচারে শেষ অবধি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *