সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই দেশের তামাম ক্রিকেট ফ্যানেদের মধ্যে এখন শুধুমাত্র একটাই প্রশ্ন ? প্রশ্ন বলা ভুল বরং বলা উচিত তারা একপ্রকার নিশ্চিত ২০১১ এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসরের বিষয়ে।
ফের আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেলো ধোনির কাছে।পরের বিশ্বকাপ যে তিনি আর খেলবেন না সেই বিষয়ে নিশ্চিত থাকা গেলেও এখনই যে অবসর নিতে চলেছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক এমনটা বলা যায় না।কারণ এখনো এবিষয়ে কিছু বলতে শোনা যায়নি তাকে।সম্প্রতি এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে।তিনি কি বললেন ?আসুন তা জেনে নেওয়া যাক।
সম্প্রতি এবিষয়ে শচীনকে প্রশ্ন করা হলে তিনি জানান,পুরোটাই তার (ধোনির ) ব্যক্তিগত বিষয়।এবং এক্ষেত্রে তাকে সন্মান দেওয়া উচিত।এমন জল্পনা তৈরি করার আগে দেশের হয়ে ওর অবদানের বিষয়টি মাথায় রাখা উচিত ছিল সকলের।তাই গোটা বিষয়টির চিন্তা ভাবনা করার ব্যাপারটা তার উপর ছেড়ে দেওয়া উচিত বলেই মনে করেন সকলে।
এরপর তিনি আরও বলেন ,এমন দুরন্ত কেরিয়ার কয়জনের আছে ? ওর প্রতি এখনো মানুষের এখনো যে ভরসা তা প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে গড়ে তুলেছে ও।এখনো মানুষ বিশ্বাস করে ও ক্রিজে থাকা মানে ম্যাচ বের করে আসবে।ধোনি ক্রিজে থাকা মানে খেলা এখনই শেষ নয়।
কালকের ম্যাচে শেষের পর থেকেই সোশ্যাল মিডিয়া সাইট গুলো জুড়ে লক্ষ্য করা যাচ্ছে ” ধন্যবাদ এম এস ধোনি ” শীর্ষক পোস্ট , তাহলে সকলে কি একপ্রকার নিশ্চিত হয়ে পড়েছেন দেশের অন্যতম সেরা উইকেট কিপার – ব্যাটসম্যানের অবসর নেওয়া প্রসঙ্গে ?
আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে থমকে যেতে হলো ভারতকে ।ওল্ডট্রাফোর্ডে হেরে এবারের মতো বিশ্বকাপ জেতার চূড়মার হয়ে গেল ভারতের।টুর্নামেন্টের শুরু থেকে অপ্রতিরোধ্য থাকা বিরাটরা নট আউটে নিজেদের মেলে ধরতে ব্যার্থ।এদিন শুরুতেই তিন উইকেট খুইয়ে প্রচন্ড রকম চাপের মধ্যে পড়ে যায় গোটা দল।মাত্র তিন রানে তিন উইকেট খুইয়ে ফেলে খানিকটা দিশেহারা হয়ে পড়ে গোটা দল।পরবর্তী সময়ে রবীন্দ্র জাদেজা জয়ের সম্ভাবনা কে দৃঢ় করে তুললেও শেষে ফের আরেকবার ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো বিরাটদের।