কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো

ক্রিকেট জগতের জন্য সেই সময় ভীষণই এক খারাপ খবর আসে যখন শচীন তেন্ডুলকরের ছেলেবেলার কোচ রমাকান্ত আচরেকর বুধবার ২ জানুয়ারি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার রাতে মুম্বাইতে রমাকান্ত আচরেকর ৮৭ বছর বয়েসে পরলোক গমন করেন। শচীন তেন্ডুলকরের ছেলেবেলার কোচ রমাকান্ত আচরেকরকে ভারতীয় সরকার দ্বারা ক্রিকেটে তার যোগদানের জন্য পদ্মশ্রী আর দোনাচার্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

অন্তিম যাত্রায় শামিল শচীন
কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 1
আপনাদের জানিয়ে দিই যে ক্রিকেটের ভগবান বলে পরিচিত শচীন তেন্ডুলকর নিজের গুরুর শেষ যাত্রায় শামিল হয়েছিলেন। শচীনের সঙ্গে বিনোদ কাম্বলীও রমাকান্ত আচরেকরের শেষ যাত্রায় শামিল হন। মহারাষ্ট্র নব নির্মান সেনার প্রধান রাজ ঠাকরেও রমাকান্ত আচরেকরের অন্তিম যাত্রায় অংশ নেন।

কাঁদতে কাঁদতে শব যাত্রায় দিলেন কাঁধ
কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 2
ক্রিকেটের ভগবান বলে জনপ্রিয় শচীন তেন্ডুলকর নিজের গুরুর শেষযাত্রায় নিজের চোখের জল আটকাতে পারেন নি। শচীন কাঁদতে কাঁদতেই নিজের গুরুর দেহকে কাঁধ দেন। পুরো শবযাত্রাতেই শচীনকে যথেষ্ট ইমোশনাল দেখিয়েছে।

তরুণ খেলোয়াড়রা ব্যাট হাতে দিলেন শ্রদ্ধাঞ্জলী
কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 3
আপনাদের জানিয়ে দিই যে রমাকান্ত আচরেকরের শেষ যাত্রার আগে তার মরদেহ শিবাজী পার্কে আনা হয়। সেখানে তরুণ ক্রিকেটারদের তিনি কোচিং দিতেন। সমস্ত তরুণ খেলোয়াড়রা তাকে ব্যাট তুলে শ্রদ্ধাঞ্জলী দেন। জানিয়ে দিই শচীন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলীর মত বেশ কিছু ক্রিকেটারের কেরিয়ার গড়ে দিয়েছেন রমাকান্ত আচরেকর। তাকে বিশ্ব সবসময়ই একজন মহান কোচ হিসেবে মনে রাখবে।

এখানে ক্লিক করে দেখুন ভিডিয়ো

এখানে ক্লিক করে দেখুন সমস্ত এক্সক্লুসিভ ছবি:
কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 4

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 5

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 6

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 7

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 8

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 9

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 10

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 11

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 12

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 13

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 14

কাঁদতে কাঁদতে শচীন নিজের গুরুকে দিলেন কাঁধ, দেখেনিন সমস্ত এক্সক্লুসিভ ছবি আর ভিডিয়ো 15

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *