দ্রাবিড়কে শচীনের অভিনন্দন! কি বললেন তাঁর পুরানো বন্ধুকে ... 1

আমরা সবাই খুব ভালো করেই জানি যে ভারতের হয়ে শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় এক অসাধারণ ক্যারিয়ার কাটিয়েছেন। ভারতীয় এই দুইজন ব্যাটসম্যান প্রায় ১৬ বছর ভারতের ক্রিকেটকে সার্ভিস দিয়ে গেছেন। এই দুইজনের ক্যারিয়ার ছিল অনেক উজ্জ্বল তবে সব ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাটে বেশি আলো ছড়িয়েছেন লিজেন্ডারি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। এই দুইজনকে বলা হয়ে থাকে ভারতের ক্রিকেটের দেয়াল, যারা তাদের ক্যারিয়ারের সেরা সময় দিয়েছেন দেশটির ক্রিকেটের পিছনে। শুধু খেলেই গেছেন এমন না, তারা একের পর এক রেকর্ডের কীর্তি গড়েছেন।

দ্রাবিড়কে শচীনের অভিনন্দন! কি বললেন তাঁর পুরানো বন্ধুকে ... 2

সাম্প্রতিক সময়ে এই ভারতীয় ব্যাটসম্যান অর্জন করেছেন এক মর্যাদাপূর্ণ পদ, তিনি জায়গা পেয়েছেন “আইসিসির হল অব ক্রিকেট ফ্রেমে”। ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ জায়গায় রাহুল অর্জন করার জন্য তাকে অভিবাদন জানিয়েছেন ভারতীয় সর্বকালের সর্বসেরা ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর । তেন্ডুলকার তার ব্যক্তিগত টুইটার একাউন্টে তা প্রকাশ করেন, সেখানে তিনি লিখেন, “অভিনন্দন, রাহুল দ্রাবিড়। অবশেষে এটি হল অব ফ্রেমে। অনেক যোগ্যতাসম্পন্ন।”

রাহুল দ্রাবিড় ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করেছেন, এর আগে যে চারজন তারা হলেন, বিশান সিং বেদী, কপিল দেব, সুনীল গাভাষ্কার ও অনীল কুম্বলে। মূলত টেস্ট ক্যারিয়ারের জন্য তিনি এই সম্মান পেয়েছেন। ১৯৯৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার, সেই ম্যাচে তিনি ৯৫ রানের ইনিংস খেলেছেন, এরপর আর পিছনে ফিরে তাকাননি তিনি লাল বলের এই টেস্ট ক্রিকেটে অর্জন করেছে ১৩,২৮৮ রান। শুধু টেস্টেই নয় এই লিজেন্ডারি ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেটেও রয়েছে ১০,০০০ এর অধিক রান। এই অর্জনের আগেও তিনি আইসিসির সম্মান অর্জন করেছেন। ২০০৪ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন একই বছরে তিনি বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন।

দ্রাবিড়কে শচীনের অভিনন্দন! কি বললেন তাঁর পুরানো বন্ধুকে ... 3

সবশেষে, ব্যক্তিগত ভাবে এই সম্মান অর্জনের জন্য এখনো আইসিসির সাথে দেখা করতে পারেননি রাহুল। তিনি বর্তমানে ভারতীয় “এ” দলের সাথে ব্যস্ত আছেন সেখানে তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তাই তার এই মর্যাদাপূর্ণ পদ জয়ের পর তাকে ধন্যবাদ জানিয়ে খুশি করেছেন তারা আরেক সতীর্থ শচীন তেন্ডুলকার।

উল্ল্যেখ্য যে, আইসিসি প্রতি বছর লিজেন্ডারি ক্রিকেটার দেখে এইরকম সম্মানজনক পদ ঘোষণা দিয়ে থাকেন। যদিও শচীনের নাম এখন পর্যন্ত এই খাতায় উঠেনি তবে যেকোনো সময় আইসিসি তার নাম ঘোষণা করে ফেলবে, কেননা শচীন তেন্ডুলকারও দ্রাভিদ থেকে কোনো দিক দিয়ে কম না, শুধু সময়ের অপেক্ষা করতে হবে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *