রোহিত শর্মার টুইট ঘিরে তৈরী হলো জল্পনা ! 1

দলের সাথে কোথাও যেনো তার একটা সমস্যা হচ্ছে তার ফের আভাস দিলেন তারকা ভারতীয় ওপেনার রোহিত শর্মা।এর আগে বিরাটের সাথে তার মতবিরোধ,পরবর্তী সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনুষ্কা শর্মাকে আনফলো করা নিয়ে তৈরী হয়েছিল তীব্র জল্পনা, এইবার সেই জল্পনা কে এক সম্পূর্ণ অন্য রূপ দিলেন ” হিটম‍্যান ” তার একটি টুইটের মধ্যে দিয়ে।

আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ঘন্টা খানেকের মধ্যে একটি টুইট করেন রোহিত। সেখানে তিনি লেখেন, ” শুধু দলের জন্যেই নয়,আমি মাঠে নামি আমার দেশের জন‍্যেও ” । এর আগে প্রকাশ‍্যে আসা খবর অনুযায়ী বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই বিরাট এবং রোহিতের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।

রোহিত শর্মার টুইট ঘিরে তৈরী হলো জল্পনা ! 2

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে তৈরী হয়েছে বিভাজন।যেখানে এক পক্ষ রয়েছে কোহলির দিকে, এবং আরেক পক্ষ বিরাটের দিকে।যদিও দুজনেই বিষয়টিকে নেহাত গুজব বলেই উড়িয়েছে।ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সাংবাদিক সম্মেলনে এবিষয়ে নিজের অবস্থান সুনিশ্চিত করেছিলেন বিরাট ।

এমনকি পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী গোটা বিষয়টিকে জল্পনা বলে উড়িয়েছিলেন।এমন একটি গুরুগম্ভীর পরিস্থিতিতে সম্পূর্ণ অন‍্য ধারার একটি টুইট করলেন রোহিত।

রোহিত শর্মার টুইট ঘিরে তৈরী হলো জল্পনা ! 3

টুইটে নিজের একটি ছবি পোস্ট করার পাশাপাশি রোহিত লিখেছেন। ” আমি শুধুমাত্র আমার টিমের জন্যে মাঠে নামি না, নামি আমার দেশের জন‍্যেও “। ফের রোহিতের এমন টুইট উস্কে দিলো সেই জল্পনা কে।তুলেছে একাধিক প্রশ্নের।অনেকেই এখন অপেক্ষায় রয়েছে এই দুই ক্রিকেট তারকাকে একসাথে ব‍্যাটিং করতে দেখতে।

২৯ শে জুলাই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টি টোয়েন্টি ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এরপর সিরিজের বাকী ম‍্যাচ গুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *