মাঠে হোক , অথবা মাঠের বাইরে বরারর তাদের মধ্যে এক দারুন বন্ধুত্ব লক্ষ্য করা যায়। দুইজন ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়ার পাশাপাশি ভালো বন্ধুও। একদিকে যখন রোহিতের একের পর এক দুরন্ত ইনিংস দলকে এনে দিয়েছে নির্ভরতা ,ঠিক তখন অন্যদিকে চাহালের স্পিন বোলিং চাপে ফেলছে বিপক্ষের ব্যাটসম্যানদের।ইতিমধ্যে বিরাটরা পৌছে গেছে সেমিফাইনালে, এক্ষেত্রে এই দুই ক্রিকেটারের ভূমিকা অপরিসীম।
দুই জন ,দুই জনকে নিয়ে সুযোগ পেলেই মজা করেন। এইবার সুযোগ এসেছিল রোহিতের কাছে। যুজবেন্দ্র চাহাল সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন টুইটারে। যা তার একটি এনডোর্স করা ব্রান্ডের একটি অংশ ।প্রসঙ্গত, একটি জূতোপ্রস্তত কারক সংস্থার জন্য এই ছবিটি দিয়েছিলেন তিনি। সেই ছবিতেই চাহাল কে নিয়ে খিল্লী করলেন রোহিত। চাহালের উদ্দেশ্যে তিনি টুইট করেছেন “তোর মুখের থেকে তোর জুতোটা বড়ো লাগছে “।পরবর্তী সময়ে রোহিতের সেই টুইট ভাইরাল হয় দারুন ভাবে।
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে দারুন ছন্দে আছেন রোহিত।এখনও অবধি সাতটি ম্যাচ খেলে রোহিত শর্মা করেছেন ৫৪৪ রান।৯৬.৯৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন ” হিটম্যান ” , গড় – ৯০.৬৭ ।এইমুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রোহিত।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক তিনি।দলকে এনে দিচ্ছেন ভরসা তার চওড়া ব্যাটের মধ্যে দিয়ে।চলতি বিশ্বকাপে চারটি সেন্চুরি করে ফেলেছেন তিনি।তার এমন ফর্মে থাকা নির্ভরতা এনে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে।
গত সোমবার এজবাস্টনে বাংলাদেশ কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত।সেই ম্যাচেও খুঁনে মেজাজে পাওয়া গেছিলো রোহিত কে।গতদিন বাংলাদেশ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছিলেন তিনি।প্রসঙ্গত, ওয়ানডেতে এটি ছিলো রোহিতের ২৬ তম শতরান।শতরানের ইনিংস খেলার পথে মেরেছিলেন তিনি সাতটা চার এবং পাঁচটি ছয়।এবারের বিশ্বকাপে শুরু থেকেই অপ্রতিরোধ্য থাকা বিরাটরা গ্রুপ লিগের শেষ ম্যাচে শনিবার নামতে চলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে।