এবছর বিশ্বকাপে দারুন ছন্দে আছেন রোহিত শর্মা। টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ফর্মে থাকার আভাস দিয়েছিলেন ” হিটম্যান “। আজ ফের খুঁনে মেজাজে পাওয়া গেলো তাকে।আজ বাংলাদেশ ব্যাটসম্যানদের নিয়ে কার্যত ছেলে খেলা করলেন শর্মাজি।পাশাপাশি এবছর বিশ্বকাপের চার নম্বর সেন্চুরি টি করে ফেললেন তিনি।প্রসঙ্গত, ওয়ানডেতে এটি রোহিতের ২৬ তম শতরান।
এদিন শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে দুর্ভেদ্য পাঁচিলের ন্যায় খাড়া হয়েছিলেন রোহিত এবং রাহুল।তাদের দুরন্ত ব্যাটিং এদিন ঋতিমতো চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ বোলারদের।শুরু থেকে বিস্ফোরক ব্যাটিং করে রোহিত শর্মা আউট হন ৯২ বলে ১০৪ রান করে।অন্যদিকে তাকে যোগ্য সঙ্গত দেয় কে এল রাহুল তিনি করেন ৯২ বলে ৭৭ । দুজন মিলে এদিন প্রথম উইকেটে যোগ করেন ১৮০ । যা বিশ্বকাপের মন্চে ভারতের ওপেনিং জুটির সর্বোচ্চ রান।
বিধ্বংসী মেজাজে আমরা রোহিত কে দেখছি এবারের বিশ্বকাপে।এদিন ও তার সেই বিধ্বংসী ফর্মে ধারা বজায় থাকলো। এদিন কার্যত ছেলেখেলা রুবেলদের নিয়ে।এদিন তিনি সাতটা চার মারার পাশাপাশি মেরেছিলেন পাঁচটি ছয়।
এদিন ছয় মারার বিচারে একদিবসীয় ক্রিকেটে ধোনি কে টপকে গেলেন রোহিত।একদিবসীয় ক্রিকেটে মাহি মেরেছিলেন ২২৮ টি ছয়।শুধু তাই নয় এদিন শতরানের সুবাদে শচীনকে ছুলেন রোহিত।এর আগে একটি বিশ্বকাপে ব্যক্তিগত ৫০০ রান করার রেকর্ড ছিলো শচীনের।প্রসঙ্গত, সবচেয়ে বেশী ছয় মারার বিচারে প্রথম তিনে আছেন শাহিদ আফ্রিদি ( ৩৫১ ) ক্রিস গেইল ( ৩২৬ এবং সনৎ জয়সূর্য ( ২৭০ )।৩৪৮ ম্যাচে ২২৮ টি ছয় মেরেছিলেন ধোনি, রোহিত এই রেকর্ড ভাঙলেন ২১৩ ।