ফিটনেস টেস্টে পাশ, টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিংকে ভরসা দিতে অস্ট্রেলিয়া আসছেন রোহিত শর্মা 1

অবশেষে শেষ হল সকল জল্পনা, গত দুই মাস ধরে রোহিত শর্মার চোট নিয়ে যে নাটক চলেছিল ভারতীয় ক্রিকেটে, তার ইতি ঘটল। শুক্রবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করে যান ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। আর এর ফলে আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন রোহিত। আশা করা যায়, বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুটি টেস্টে খেলতে পারবেন রোহিত।

India vs Australia: Rohit Sharma Begins Fitness Training at NCA

সদ্য সমাপ্ত আইপিএল এ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অস্ট্রেলিয়া যেতে পারেননি রোহিত। পিতার অসুস্থতার জন্য দুবাই থেকে সরাসরি মুম্বইয়ে এসে তারপর সোজা চলে যান বেঙ্গালুরুতে স্থাপিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। যদিও এই নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়েছিল, কিন্তু বিসিসিআই যাবতীয় জল্পনা শেষ করে দেয়। এরপর নিজের চোটের রিহ্যাব সারেন রোহিত। পাশাপাশি, শরীরের মেদ ঝরানোর বিষয়ে বিশেষ নজর রাখছিলেন তিনি।

India vs Australia: BCCI Issues Clarification on Rohit After Virat's  Comments From Aus

এদিন রোহিতের ফিটনেস টেস্ট তদারকি করছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড়। বিসিসিআই দ্রাবিড়কে দায়িত্ব দিয়েছে রোহিতের ফিটনেসের বিষয়ে শেষ কথা বলতে, এবং এই টেস্টে রোহিতকে উত্তীর্ণ ঘোষণা করেন তিনি। এই নিয়ে বিসিসিআই এর বিশিষ্ট সূত্র পিটিআইকে জানিয়েছে, “রোহিত শর্মা নিজের ফিটনেস টেস্টে উত্তীর্ণ করেছেন এবং অতি শীঘ্রই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।”

Indian cricketer Rohit Sharma begins fitness training at NCA | NewsBytes

যদিও ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেও এখনই প্র্যাক্টিসে নামতে পারবেন না রোহিত। সে দেশের সরকারের নিয়ম অনুযায়ী, রোহিতকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে তৃতীয় টেস্টের আগে তিনি নামতে পারবেন না। যার ফলে সরাসরি সিডনির উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন রোহিত, কারণ সিডনিতে হবে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। এদিকে কোয়ারেন্টিন পর্বের পর অনুশীলনের জন্য স্রেফ এক সপ্তাহ হাতে থাকবে রোহিতের।

Australia vs India: Rohit Sharma begins fitness training at NCA | Cricket  News – India TV

হ্যামস্ট্রিংয়ের চোট থাকা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষের দিকের ম্যাচ খেলেন রোহিত। এরপর দুবাই থেকে সরাসরি ভারতীয় দল অস্ট্রেলিয়ায় উড়ে গেলেও রোহিত শর্মা সরাসরি দেশে ফিরে এসেছিলেন। এর কারণ হিসেবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর পরামর্শকে দায়ী করেছিলেন অনেকেই। আবার অনেকেই মনে করেছিলেন, অস্ট্রেলিয়া সফর থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে দেশে ফিরেছেন রোহিত। কিন্তু শেষ অবধি, অস্ট্রেলিয়া যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *