এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে

ভারতীয় ক্রিকেট দল তাদের কার্যনির্বাহি অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বে এশিয়া কাপ খেতাব জিতে নিয়েছে। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পর অধিনায়ক হওয়া রোহিত শর্মা নিজের অধিনায়কত্বের দুর্দান্ত নমুনা পেশ করেন আর ভারতীয় দলকে শুক্রবার খেতাবি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় এনে দিয়ে খেতাব জেতান।

অধিনায়ক হিসেবে প্রথম টুর্নামেন্ট জিততে সফল রোহিত শর্মা

এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 1
Indian Cricket team captain Rohit Sharma (3L) and team celebrates after won during the final one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and India at the Dubai International Cricket Stadium in Dubai on September 28, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

ভারতীয় দলে সীমিত ওভার ক্রিকেটের প্রধান ব্যাটসম্যান রোহিত শর্মার এখনও পর্যন্ত তার কেরিয়ারে অধিনায়কত্ব দারুণ থেকেছে। রোহিত শর্মা অধিনায়কত্বে নিজের সাফল্য পেয়ে একের পর এক টুর্নামেন্ট প্রথম সুযোগেই নিজের নামে করে নিচ্ছে। আসুন আপনাদের দেখাই রোহিত শর্মা অধিনায়কত্বের প্রথম সুযোগে খেতাবি জয়।

প্রথম আইপিএলেই খেতাব জয় (২০১৩)
এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 2
রোহিত শর্মাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ২০১৩ মরশুমের মাঝপথে রিকি পন্টিংয়ের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব দেওয়া হয়। এরপর রোহিত শর্মা আর পেছনে ফিরে দেখেন নি আর নিএজ্র অধিনায়কত্বে প্রথম টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সকে দুর্দান্ত প্রদর্শন করিয়ে খেতাব জেতাব। এরপর রোহিতের অধিনায়কত্বে মুম্বাই ২০১৫ আর ২০১৭য় আইপিএল জেতে।

প্রথম চ্যাম্পিয়ন্স লীগেই পেয়েছেন সাফল্য (২০১৩)
আইপিএলে পাওয়া সফলতার পর ওই বছরই খেলা হওয়া চ্যাম্পিয়ন্স লীগেও রোহিতকে অধিনায়কত্ব দেওয়া হয়। এখানেই রোহিত জয় হাসিল করেন।

প্রথম ওয়ানডে সিরিজেও সফল (২০১৭)
এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 3
গত বছর বিরাট কোহলির দলে না থাকার কারণে রোহিত শর্মাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানোডে সিরিজে প্রথমবার ভারতের অধিনায়কত্ব দেওয়া হয়। এতে প্রথম ম্যাচে তো ভারত হেরে যায় কিন্ত এরপর ভারত রোহিতের অধিনায়কত্বের ডেবিউ সিরিজের পরের দুটি ম্যাচ জিতে এই সিরিজ নিজের নামে করে।

প্রথম টি২০ সিরিজকেও করেছেন নিজের নামে (২০১৭)
এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 4
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি২০ সিরিজেও রোহিত শর্মা অধিনায়কত্ব করেন। সেখানে তো ভারত শ্রীলঙ্কাকে এক তরফা আন্দাজে হারিয়ে তিন ম্যাচই জিতে নেয় আর টি২০ সিরিজে ক্লিন সুইপ করে। এই ভাবে রোহিতের অধিনায়কত্বে ভারত টি২০ সিরিজও জেতে।

প্রথম ত্রিকোণীয় সিরিজেও সফলতা জারি (২০১৮)

এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 5
India’s captain Virat Kohli receives the Nidahas triangular Twenty20 cricket series champion’s trophy from Sri Lankan President Maithripala Sirisena in Colombo, Sri Lanka, Sunday, March 18, 2018, after his team won against Bangladesh. (AP Photo/Eranga Jayawardena)

এই বছর শ্রীলঙ্কায় খেলা হওয়া নিদাহাস ট্রফি টি২০ ত্রিকোণীয় সিরিজে রোহিত শর্মাই ভারতীয় দলের অধিনায়কত্ব করেন।রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে খেতাব নিজের নামে করে।ভারত ফাইনালে বাংলাদেশকে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ এবং খেতাব নিজের নামে করে।

প্রথমবার এশিয়া কাপ খেতাবও জয় (২০১৮)

এশিয়া জিততেই এমনটা করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন রোহিত শর্মা, ধোনি, কোহলি রইলেন পেছনে 6
Indian cricket team pose with the Asia Cup 2018 at Dubai International cricket stadium,Dubai, United Arab Emirates. 09-28-2018 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

আরও একবার বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মাকে দলের নেতৃত্ব দেওয়া হয়। এখানেও এই ভারতীয় খেলোড়ারের অধিনায়কত্ব দল বাজি জেতে। ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ খেতাব জেতে ভারতীয় দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *