রোহিত শর্মাকে প্রশ্ন করা হলো আইপিএল হবে কী না? দিলেন এই জবাব

বর্তমানে প্রত্যেক ক্রিকেট প্রেমীর মনে একটাই প্রশ্ন রয়েছে যে আইপিএল হবে কী না? বর্তমানে এই টি-২০ লীগ হওয়ার ভীষনই কম চান্স দেখা যাচ্ছে। কারণ করোনা নামক ভাইরাস বিশ্ব থেকে যাওয়ার নামই নিচ্ছেন। বরং এই ভাইরাসে মানুষ আক্রান্তই হয়ে চলেছেন। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকেও প্রশ্ন করা হয় যে আইপিএল হবে কী না?

রোহিত শর্মা বললেন পরিস্থিতির উপর নির্ভর করে আইপিএলের হওয়া না হওয়া

রোহিত শর্মাকে প্রশ্ন করা হলো আইপিএল হবে কী না? দিলেন এই জবাব 1

রোহিত শর্মা বলেছেন যে করোনা ভাইরাসের সমস্যার সমাধান হওয়ার পর আর পরিস্থিতির যথেষ্ট রকম উন্নত হওয়ার পর বিশ্বের সবচেয়ে দামী টি-২০ ক্রিকেট লীগের আয়োজন বিসিসিআই করতে পারে। আসলে রোহিত শর্মার এই বয়ান সেই সময় সামনে এসেছে যখন তিনি ইংল্যান্ড দলের প্রাক্তন ব্যাটসম্যান আর কমেন্টেটর কেভিন পিটারসনের সঙ্গে লাইভ ইনস্টাগ্রাম ভিডিয়ো কল করছিলেন।

এই কথা বললেন রোহিত শর্মা

রোহিত শর্মাকে প্রশ্ন করা হলো আইপিএল হবে কী না? দিলেন এই জবাব 2

এই দুই তারকার মধ্যে একটি ছোটো সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ শিডিউল হয়েছিল, যা বৃহস্পতিবার সাড়ে চারটের সময় হয়। এই ইন্টারভিউ চলাকালীন কেভিন পিটারসন যখন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করেন যে এবার কী আইপিএল হবে? এর জবাবে রোহিত শর্মা বলেন, “আইপিএল হওয়া না হওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি আগামী কিছুদিনে পরিস্থিতি উন্নত হয় তখনই আইপিএল হতে পারে”।

গত ১০ দিনে কিছুই বদলায়নি

রোহিত শর্মাকে প্রশ্ন করা হলো আইপিএল হবে কী না? দিলেন এই জবাব 3

কিছু আগেই আইপিএল হওয়া না হওয়ার প্রশ্নে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে, “আমি বর্তমানে কিছু বলতে পারব না, আমরা সেই জায়গাতেই রয়েছে যেখানে আমরা এটা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়ার সময়তেও ছিলাম। গত ১০ দিনে কিছুই বদলায়নি। এই অবস্থায় আমার কাছে এর কোনো জবাব নেই”।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর এই বয়ানের পর আইপিএল হওয়ার সম্ভাবনা ভীষণই কম দেখাচ্ছে। যদি করোনা ভাইরাসের কারণে আইপিএল বাতিল হয় তো নিশ্চিতভাবেই তা বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের জন্য একটা খারাপ খবর হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *