ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থকে দিলেন এই দায়িত্ব, নতুন ভূমিকায় যাবে দেখা 1
NOTTINGHAM, ENGLAND - AUGUST 16: India captain Virat Kohli during a nets session at Trent Bridge on August 16, 2018 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

বুধবার ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুয়াত হতে চলেছে।দুই দেশের ক্রিকেট দলেরমধ্যে সবচেয়ে প্রতম ম্যাচ ব্রিসবেনের মাঠে খেলা হবে। ঘরের দল অস্ট্রেলিয়া আর অতিথি দল ভারত, এই দুই দলই জয়ের সঙ্গে এই সিরিজের শুরুয়াত করতে চাইবে।কাল হতে চলা প্রথমে ম্যাচের আগে আজ মঙ্গলবার,২০ নভেম্বর টিম ইন্ডিয়া নিজেদের সম্ভাব্য ১২ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে দিয়েছে। সবচেয়ে বিশেষ কথা এটাই যে দলে তরুণ ঋষভ পন্থকে উইকেটকিপার হিসেবে দলে জায়গা দেওয়া হয়েছে।

সামনের কথা ভাবছেন বিরাট
ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থকে দিলেন এই দায়িত্ব, নতুন ভূমিকায় যাবে দেখা 2
সম্প্রতি ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে যে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হয়েছিল সেই সিরিজে উইকেটকিপারের ভূমিকায় ঋষভ পন্থ নন বরং দীনেশ কার্তিককে দেখা গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটের পেছনে এবার এই কার্যভার ঋষভ পন্থকে সামলাতে দেখা যাবে। ঋষভ পন্থকে যদি সত্যিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে উইকেটকিপিং করতে দেখা যায় তো একথা আয়নার মতো পরিস্কারহয়ে যাবে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামি টেস্ট সিরিজের আগে অধিনায়ক বিরাট কোহলি আর টিম ম্যানেজমেন্ট ঋষভকে অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার পুরো সুযোগ দিচ্ছে।

নির্বাচকরাও দেখিয়েছিলেন এই কারণ

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থকে দিলেন এই দায়িত্ব, নতুন ভূমিকায় যাবে দেখা 3
BCCI chief selector MSK Prasad addressing a press conference at BCCI headquarter on Friday. Express photo by Prashant Nadkar, 06th January 2016, Mumbai *** Local Caption *** BCCI chief selector MSK Prasad addressing a press conference at BCCI headquarter on Friday. Express photo by Prashant Nadkar, 06th January 2016, Mumbai

ওয়েস্টইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ দল থেকে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দেওয়ার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ নিজের বয়ানে বলেছিলেন যে,

“ ঋষভ পন্থ আর দীনেশ কার্তিক এই দুই খেলোয়াড়কে টি-২০ দলে উইকেটকিপিংয়ের পর্যাপ্ত সুযোগ দেওয়া হতে পারে আর এই কারণে ধোনিকে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে”।

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থকে দিলেন এই দায়িত্ব, নতুন ভূমিকায় যাবে দেখা 4
ঋষভ পন্থ ইংল্যাণ্ড সফরে নিজের টেস্ট কেরিয়ারের শুরুয়াত করেছিলেন আর এখনও পর্যন্ত খেলা ৫টি টেস্টে ৩৪৬ রান করে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে তার নামে এখনও পর্যন্ত মোট ২২টি শিকার রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *