WATCH: নিজেকে ধোনি মনে করা ঋষভ পন্থ ডিআরএসের ব্যাপারে করলেন বড়ো ভুল, দেখুন ভিডিয়ো 1

আইপিএল ২০১৯ এর দশম ম্যাচ আজ শনিবার ৩০ মার্চ দিল্লি ক্যাপিটালস আর কেকেআরের মধ্যে ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচের টস দিল্লি ক্যাপিটালস জেতে আর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচের দ্বিতীয় ওভারেই একটা মজাদার ঘটনা দেখতে পাওয়া যায়।

ডিআরএসের ব্যাপারে ঋষভ পন্থের হল বড়ো ভুল

WATCH: নিজেকে ধোনি মনে করা ঋষভ পন্থ ডিআরএসের ব্যাপারে করলেন বড়ো ভুল, দেখুন ভিডিয়ো 2

জানিয়ে দিই এই ম্যাচ চলাকালীন ঋষ পন্থের ডিআরএসের ব্যাপারে একটি বড় ভুল হয়ে গিয়েছে। আসলে কেকেআরের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করছিলেন সন্দীপ লামিছানে। তার এই ওভারের চতুর্থ বলে স্ট্রাইক নিচ্ছিলেন কেকেআরের ব্যাটসম্যান নিখিল নাইক। নিখিল তার এই ওভারের চতুর্থ বলে বলকে কাট করতে চাইছিলেন, কিন্তু তিনি এতে সম্পূর্ণভাবে বীট হন আর বল উইকেটের পেছনে সোজা ঋষভ পন্থের গ্লাভসে গিয়ে জমা হয়।
ঋষভ পন্থ আর সন্দীপ লামিছানে অ্যাম্পায়ারের কাছে জোরালো আবেদন করেন, কিন্তু অ্যাম্পায়ার আউট দেননি। উইকেটকিপার ঋষভ পন্থ আর সন্দীপ লামিছানে দুইজনেই এই অ্যাপিলে যথেষ্ট কনফিডেন্ট ছিলেন, কিন্তু অ্যাম্পায়ার আউট দেননি।
এরপর অধিনায়ক শ্রেয়ষ আইয়ার ঈশারায় ঋষভ পন্থকে প্রশ্ন করেন যে বল ব্যাটে লেগেছে কিনা, আর ঋষভ হ্যাঁ বলে দেন। এরপর অধিনায়ক আইয়ার ঋষভের কথায় ডিআরএস নেন, কিন্তু যখন ডিআরএসে দেখা যায় তো বল আর ব্যাটের মধ্যে একদমই সম্পর্ক হয়নি।

এখানে দেখুন ঘটনাটির ভিডিয়ো

WATCH: নিজেকে ধোনি মনে করা ঋষভ পন্থ ডিআরএসের ব্যাপারে করলেন বড়ো ভুল, দেখুন ভিডিয়ো 3

আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন যে কিভাবে ঋষভ পন্থের বলায় অধিনায়ক শ্রেয়স আইয়ার ডিআরএস নিয়ে নেন আর সেই ডিআরএস বেকার চলে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *