তারকা এই বোলারকে বিশ্বের সেরা টি২০ বোলার হিসেবে নির্বাচিত করলেন রিকি পন্টিং 1

এবারের আইপিএল এ অনেকেই বাজি ধরেছেন দিল্লি ক্যাপিটালসের উপর। গত মরশুমে প্লেঅফে ওঠার পর এবার প্রথমবার খেতাব জিততে মরিয়া দিল্লি। দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপের পাশাপাশি বেশ ব্যালেন্সড বোলিং লাইন আপ রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির। আর তাদের অনবরত গাইড করে চলেছেন হেড কোচ তথা দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। এবার নিজের দলের এই বোলারকে বিশ্বের সেরা টি২০ বোলার হিসেবে অভিহিত করলেন পন্টিং।

Many boxes ticked in Delhi Capitals' near-perfect game | Cricbuzz.com

এবারের আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। গত ম্যাচে তারকাসমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে অল্প রানে অল আউট করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রাবাডা। সেই ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এই পেসারকেই এবার বিশ্বের সেরা টি২০ বোলার হিসেবে নির্বাচিত করলেন কোচ পন্টিং।

তারকা এই বোলারকে বিশ্বের সেরা টি২০ বোলার হিসেবে নির্বাচিত করলেন রিকি পন্টিং 2

নিজের টুইটারে রিকি পন্টিং জানিয়েছেন যে রাবাডা নিজের পরিশ্রমের পুরষ্কার পাচ্ছেন। পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাবাডার পারফর্মেন্সেরও প্রশংসা করেছেন পন্টিং। টুইটারে তিনি লিখেছেন, “এই মরশুমের শুরুতে কাগিসো রাবাডার এই সাফল্য তার পরিশ্রমের ফল, বিশ্বের সেরা টি২০ বোলার হলেন রাবাডা। শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৩৭ রানে অল আউট করা আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক, যেভাবে আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু করেছেন, তারই শেষ করেছেন বোলাররা।”

 

পাঁচ ম্যাচে ১২টি উইকেট নিয়ে এই মুহুর্তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের শীর্ষে রয়েছেন কাগিসো রাবাডা। বর্তমানে পার্পল ক্যাপের অধিকারীও তিনি। দক্ষিণ আফ্রিকার সতীর্থ আনরিখ নর্টজের সাথে দিল্লির বোলিংয়ে অনেকটাই ধার এনেছেন এই দ্রুতগতির পেসার। শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ ভালো পারফর্মেন্স করে এসেছেন রাবাডা।

Rabada stars as Delhi Capitals hammer RCB to move top of IPL

এই মুহুর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচে চারটি জয় পেয়ে এই মুহুর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। একদিকে যেমন পৃথ্বী শ এবং ঋষভ পন্থের মত তরুণ ব্যাটসম্যানরা রয়েছে এই দলে, সেরকমই শিখর ধাওয়ানের মত অভিজ্ঞ ক্রিকেটার এবং রবিচন্দ্রন অশ্বিনের মত তারকা স্পিনারদের যোগদান যথেষ্ট সমতা এনেছে দলে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *