অবসর প্রসঙ্গে ফের " ইউ " টার্ন ক্রিস গেইলের ! 1

এখনই অবসর নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।সম্প্রতি একটি ভারতের বিপক্ষে শেষ একদিবসীয় ম‍্যাচের পর মনে করা হয়েছিলো এবার হয়তো অবসর নিতে চলেছেন তিনি।কিন্তু সম্প্রতি এবিষয়ে ফের অন‍্যসুর শোন গেল নাওয়াজের গলায়।

প্রসঙ্গত, এবছর এই নিয়ে মোট তিনবার অবসরের প্রসঙ্গে নাম উঠলো গেইলের,।এবছর।এর আগে ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন মনে করা হয়েছিল বিশ্বকাপের পর অবসর নেবেন তিনি।যদিও বা – হাতি তারকা এই ব‍্যাটসম‍্যান সেই সময় জানিয়েছিলেন ভারতের বিপক্ষে সফরের পর অবসর নেবেন তিনি।

অবসর প্রসঙ্গে ফের " ইউ " টার্ন ক্রিস গেইলের ! 2

যদিও ভারতের বিপক্ষে সিরিজের আগে গেইলের অবসরের বিষয়ে কিছু বলতে শোনা যায়নি।তবে শেষ ম‍্যাচে তার অভিব‍্যক্তি দেখে মনে করা হয়েছিল হয়তো এটাই তার শেষ ম‍্যাচ দেশের গায়ে।

এরপর, একটি সাক্ষাৎকারে গেইল জানান তিনি এখনো অবসর নেয়নি।এখনো এবিষয়ে আমি কিছু বলিনি।এরপর তার কাছে জানতে চাওয়া হয়েছে তার দেশের জার্সি গায়ে ভবিষ্যৎ প্রসঙ্গে।সেক্ষেত্রে এইমুহূর্তে অপেক্ষা করার কথা জানান তিনি।

ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যায়নি গেইলকে।সেই সময় কানাডার টি টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।যদিও খেলেছেন একদিবসীয় সিরিজে।ভেঙেছেন একাধিক রেকর্ড।

অবসর প্রসঙ্গে ফের " ইউ " টার্ন ক্রিস গেইলের ! 3

এখনো অবধি খবর অনুযায়ী গেইলকে কোনও বিদায়ী টেস্ট ম‍্যাচ দেওয়া হচ্ছে না ক্রিকেট বোর্ডের তরফে।এমনকি ভারতের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়নি তাকে।২০১৪ সালে গেইল শেষ বারের মতো বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে দেখা গেছিলো তাকে।

এখনও অবধি ৩০১ টি একদিবসীয় ম‍্যাচে খেলতে দেখা গেছে গেইলকে।করেছেন ১০৪৮০ রান, অন‍্যদিকে ৫৮ টি টোয়েন্টি ম‍্যাচে আছে ১৬২৭ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *