ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা হওয়া পাকিস্থানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানের সমস্যা কিছুতেই কম হতে দেখা যাচ্ছে না। যেখানে একদিকে তার রাজনৈতিক দল তহরিক-এ-ইনসাফ এই সময় পাকিস্থানে চলা সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে অন্যদিকে তার প্রাক্তণ স্ত্রী রেহম খান তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। এর আগে রেহম খান একটি ইন্টারভিউর মাধ্যমে ইমরান খানের বিরুদ্ধে বিয়ের আগে শারীরিক শোষণের অভিযোগ এনেছিলেন। তবে এবারের অভিযোগ আরও গুরুতর। উপস্থিত মামলার খোলসা রেহম খান নিজের আত্মজীবনীতে করেছেন। এরপরই ইমরান খান এবং আরেক প্রাক্তন পাকিস্থানী কিংবদন্তী বোলার ওয়াসিম আক্রম রেহমকে আইনি নোটিস পাঠিয়েছেন।
প্রাক্তন ক্রিকেটার ইমরান খান ‘গে’
চলত বছরের তৃতীয়বার বিয়ে করেছেন ইমরান খান। তবে তার দ্বিতীয় স্ত্রী রেহম খান নিজের আত্মজীবনীতে নিজের প্রাক্তন স্বামীর উপর গুরুতর অভিযোগ এনেছেন। রেহম খানের ওই আত্মজীবনী অনুযায়ী ইমরান খান ‘গে’। তিনি আরও অভিযোগ করেছেন যে ইমরান বিয়ের আগে তার প্রাক্তন স্ত্রী রেহমকে বাড়িতে ডেকে যৌন শোষণও করেছেন। গুরুতর অভিযোগ করে রেহম জানিয়েছেন, “ ইমরান খান গে তাঁর পিটিআই সদস্যের সঙ্গে সম্পর্ক রয়েছে। ক্রিকেটার ইমরান খানের অভিনেতা ইমরান খান এবং পিটিআই সদস্য মুরাদ সইদের মধ্যে রিলেশন রয়েছে”।
মুরাদ সইদ টুইট করে দিয়েছেন জবাব
রেহম খানের অভিযোগে প্রথম বার পিটিআই সদস্য মুরাদ সইদ টুইটের মাধ্যমে নিজের পক্ষ রেখেছেন। নিজের টুইটে মুরাদ এই অভিযোগকে লজ্জাজনক বলেছেন। নিজের টুইটে মুরাদ লিখেছেন, “ রেহম খান আমার ব্যাপারে যা কিছু বলেছেন বা লিখেছেন তার ব্যাপারে আমার কিছু বলার নেই। রেহম ভীষণই জঘন্য ভাষার প্রয়োগ করেছেন এবং লেখার আগে সামান্যতম ভাবনার প্রয়োগ করেন নি”।
ওয়াসিম আক্রমের উপরেও এনেছেন গুরুতর অভিযোগ
রেহম খান নিজের বইতে কেবলমাত্র ইমরান খানের উপরেই নয় বরং প্রাক্তন কিংবদন্তী পাকিস্থানী বোলার ওয়াসিম আক্রমের বিরুদ্ধেও গুরতর অভিযোগ এনেছেন। যদিও এই ব্যাপারে ওয়াসিম আক্রম রেহেমের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। আক্রমের বিরুদ্ধে ভীষণই গুরুতর অভিযোগ এনে রেহম জানিয়েছেন “ওয়াসিম আক্রম নিজের স্ত্রীকে আফ্রিকান পুরুষদের সঙ্গে সেক্স করার জন্য চাপ দিতেন”। অন্যদিকে ইমরান খান, ওয়াসিম আক্রম ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ড স্মিথসহ চারজন রেহমের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে ওয়াসিম আক্রমের প্রথম স্ত্রী মারা গিয়েছেন।