ক্রিকেটের জগতের সবচেয়ে বড়ো টি-২০ ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আগামী মরশুমের শুরু হতে এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে। এখন তো প্রায় ৪ মাস বাকি রয়েছে কিন্তু এই মুহূর্তে যে ধরণের পরিস্থিতি আইপিএল নিয়ে চলছে তাতে মনে হচ্ছে যে আইপিএল ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।
আইপিএলের আগামী মরশুম নিয়ে তৈরি হচ্ছে পরিস্থিতি
আইপিএলের আগামী বছর শুরু হতে চলা মরশুমের জন্য গত কিছুদিন আগেই ট্রেডিং উইন্ডো প্রক্রিয়া চলছিল যেখানে সমস্ত দলগুলি নিজের নিজের বেশকিছু খেলোয়াড়কে রিটেন এবং রিলিজ করেছে। তো অন্যদিকে এখন আইপিএলের ১৩তম মরশুমের জন্য ১৯ ডিসেম্বর কলকাতায় নিলাম হতে চলেছে। এই নিলামের উপর সমস্ত দলগুলি, সমর্থক আর ফ্রেঞ্চাইজিদের দৃষ্টি রয়েছে।
সানরাইজার্স কেন উইলিয়ামসনকে বলল বরফের মতো কুল
Gonna tell my kids this is ice ❄ pic.twitter.com/IO0HiLks06
— SunRisers Hyderabad (@SunRisers) 21 November 2019
সবচেয়ে হাই ভোল্টেজ টি-২০ টুর্নামেন্টের মধ্যে একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৩তম মরশুম শুরু যতই এখন অনেক সময় বাকি থাক কিন্তু এই আইপিএলময় হওয়া পরিস্থিতি ফ্রেঞ্চাইজিগুলিও কোনো না কোনো ভাবে শিরোনামে উঠে আসছে। যেখানে এবার অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দ্রাবাদ বিশেষ বড়ো বিষয় প্রস্তুত করেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেদের দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের ছবি শেয়ার করে তার সঙ্গে ঠাণ্ডা হিসেবে বরফ বা আইস বলে অভিহিত করেছে।
টুইটারে রিঅ্যাকশনের বন্যা, ধোনিকেও বলল ক্যাপ্টেন কুল
কেন উইলিয়মসনকে কুল বলার পর তো সাইরাইজার্স হায়দ্রাবাদের এই টুইটের উপর দারুণ রিটুইট আসছে যেখানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংকে বরফ রূপে দেখানো হচ্ছে। এমনি তে ও মহেন্দ্র সিং ধোনি আর কেন উইলিয়ামসন দুজনেই ভীষণই ক্যাপ্টেন কুল। এতে কোনো দ্বিমত নেই যে এই সময়ের সবচেয়ে ঠাণ্ডা মাথা কাজ করা অধিনায়কদের মধ্যে এই দুজনেই সবার আগে রয়েছেন। তাই তো টুইটারে দুজনের কুলনেসের উপর প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। যার শুরু এসআরএইচের টুইটে স্বয়ং সিএসকে নিজের প্রতিক্রিয়া দিয়ে করেছে।
Kane: Gonna tell my kids… pic.twitter.com/9p401gokVJ
— Chennai Super Kings (@ChennaiIPL) 21 November 2019
Winter is coming ❄🧡💛 #IPL2020 pic.twitter.com/SKIiloFFEu
— SunRisers Hyderabad (@SunRisers) 21 November 2019
Gonna tell my kids this is the story of ice and fire 🧡#OrangeArmy #davidwarner #kanewilliamson pic.twitter.com/chJiQ4NEKU
— Orange Army (@sunrisershydfc_) 21 November 2019
Meanwhile Ice😒 pic.twitter.com/TQDrRSBoCq
— Er. 𝙌𝙖𝙨𝙞𝙢 𝙝𝙪𝙨𝙖𝙞𝙣 🇮🇳 (@stylish_qasim) 21 November 2019
This is Antarctica pic.twitter.com/LyN3KaS8Dp
— Ramprathap12 (@Ramprathap12) 21 November 2019
@ChennaiIPL aati reply pic.twitter.com/wuvS6y8vlk
— Ha-Ha (@Unluck69) 21 November 2019
If he is ice, then surely @msdhoni is a glacier. 😉
— Amitesh Singh (@Amitesh33075315) 21 November 2019