কলকাতার এই তারকা, কোচ হলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর! 1

প্রতিবছর একাধিক তারকার সমাগম হয় রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোরে।ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই দলের সাথে জড়িয়ে আছেন তার ক্রিকেট কেরিয়ারের শুরু থেকে ।বছরের পর বছর গোটা আইপিএলে মানুষকে মনোরঞ্জন করে আসছে তার ব‍্যাটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এখনও তার আইপিএলের কাপটা রয়ে গেছে তার।

কলকাতার এই তারকা, কোচ হলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর! 2
Kolkata: Royal Chellangers Bangalore (RCB ) captain Virat Kohli addresses a press conference at Eden Gardens in Kolkata on April 7, 2018. (Photo: Kuntal Chakrabarty/IANS)

দীর্ঘ অসফলতার রেশ কাটিয়ে আগামী মরশুমের জন্য ফের দল গোছানোর কাজ শুরু করলো রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর।প্রাক্তন নিউজিল্যান্ড কোচ মাইক হেসনকে ক্রিকেট অপারেশনের ডিরেক্টর পদে নিযুক্ত করলো ব‍্যাঙ্গালোর কর্তৃপক্ষ।অন‍্যদিকে প্রাক্তন অজি ব‍্যাটসম‍্যান এবং নাইট কোচ সাইমন ক‍্যাটিচকে তারা নিয়োগ করেছে ” মুখ‍্য কোচ ” এর পদে।

কলকাতার এই তারকা, কোচ হলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর! 3
Kolkata: RCB Captain Virat Kohli appeals against KKR batsman during IPL 2017 match in Kolkata on Sunday. PTI Photo by Swapan Mahapatra(PTI4_23_2017_000162B)

শুক্রবার একটি বিবৃতি দেওয়ার মধ্যে দিয়ে আরসিবি’ কর্তৃপক্ষ জানান তারা গতমরশুমের কোচ গ‍্যারি কাস্টেন এবং বোলিং কোচ আশিস নেহেরার সাথে আগামী মরশুমের জন্য চুক্তি দীর্ঘায়িত করছে না।

” আরসিবির লক্ষ‍্য বেস্ট পারফর্মিং টি টোয়েন্টি দল হয়ে ওঠা , এর পাশাপাশি একটা অসাধারণ ক্রিকেট সংস্কৃতি তুলে ধরা দলের প্রতিটি সদস্য এবং সমর্থকদের মধ্যে।ঠিক এই লক্ষ‍্য নিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাইক হেসন এবং সাইমন ক‍্যাটিচকে দলের কোচের পদে।আমাদের বিশ্বাস মাইকের অসাধারণ দল গড়ার ক্ষমতা এবং সাইমনের অসাধারণ ক্রিকেট এক্সপেরিয়েন্স আমাদের জেতার পথে নিয়ে যাবে ।” মন্তব্য রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর চেয়ারম্যান সন্জীব চুড়িওয়ালার।

কলকাতার এই তারকা, কোচ হলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর! 3
Kolkata: RCB Captain Virat Kohli appeals against KKR batsman during IPL 2017 match in Kolkata on Sunday. PTI Photo by Swapan Mahapatra(PTI4_23_2017_000162B)

এরপর তিনি আরও বলেন, ” এইবার আমারা আগের থেকেই এক কোচের উপর দলের দায়িত্ব তুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম।এর পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই আশিষ নেহেরা এবং গ‍্যারি কাস্টেন কে গত দুই মরশুমের অসাধারণ কাজের জন্য দলের স্বার্থে।তাদের সৈজন‍্যে আমরা একাধিক উঠতি প্রতিভাকে তুলে ধরার সুযোগ পেয়েছি যারা পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের এক অন‍্যমার্গে পৌছাতে পারে।আমাদের তরফ থেকে তাদের দুজনের জন্য রইলো তাদের আগামী কাজের জন্যে অনেক অনেক শুভেচ্ছা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *