টুইটারে নিজের কেনো নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্র জাদেজা!

এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া ক্রিকেটারদের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই উঠে এসেছে, যেখানে ক্রিকেটাররা তাদের নিত্যদিনের অনুভূতি এবং অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের মতামতও শেয়ার করে থাকেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শিখির ধবন, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মার মত ক্রিকেটাররা টুইটার এবং ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডীয়ায় ভীষণ ভাবেই সক্রিয়। যদিও এই সমস্ত উল্লিখিত ক্রিকেটারদের তুলনায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুইটারের মত প্ল্যাটফর্মে সবথেকে বেশি সক্রিয়। জাতীয় দলের হয়ে রবীন্দ্র জাদেজার হয়ে নয় নয় করে প্রায় ৯ বছর। আর এই দীর্ঘ সময়ে টিম ইন্ডিয়ার এই নির্ভরযোগ্য অলরাউন্ডার ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। তার সামগ্রিক অলরাউন্ডার পারফর্মেন্সের উপর ভিত্তি করে এমএস ধোনি থেকে বিরাট কোহলি পকেটে পুরেছেন বহু সিরিজ।

টুইটারে নিজের কেনো নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্র জাদেজা! 1

শুধু ভারতীয় দলের হয়ে নয়, আইপিএলে সিএসকের হয়েও ব্যাট এবং বল হাতেও বহু ম্যাচ জিতিয়েছেন এই তারকা অলরাউন্ডার। সবসময়েই তার পারফর্মেন্সের কারণেই তার ভারতীয় সমর্থকদের মুখে মুখে ঘুরেছে। আট থেকে আশি সকলেই তাকে চেনেন এক ডাকে। এহেন জাদেজার নামটাই ভুলে গেলেন এই তারকা ক্রিকেটারের এক ভক্ত। শুধু ভুলে গেলেও না হয় কথা ছিল, ওই ভক্ত জাদেজার নাম ভুলে যাওয়ার পাশাপাশি তাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার সঙ্গেও গুলিয়ে ফেললেন। আর এই নাম ভুলে যাওয়া কান্ডে যারপরনাই চটেছেন জাদেজা। আর রাগের সেই বহিঃপ্রকাশ ঘটাতে জাদেজা হাতিয়ার করেছেন সোশ্যাল মিডিয়াকেই। টুইটারে একরাশ ক্ষোভ উগড়ে জাদেজা লেখেন, “একজন এসে আমাকে বলল, ‘ভাল বল করেছে অজয়। গত ম্যাচে সতিই তুমি দারুণ ভালো বল করেছো’। ৯ বছর ধরে দেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি কিন্তু মানুষ এখনও আমার নামটাই মনে রাখতে পারল না ”।

টুইটারে নিজের কেনো নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্র জাদেজা! 2

১৩ ডিসেম্বর ২০১২য় ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় জাদেজার এবং তার আগে ২০০৯ এ শ্রীলঙ্কার বিরুদ্ধেই তার ওয়ান ডে অভিষেক হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত জাদেজা মোট ৩৪ টেস্ট, ১৩৬ টি ওয়ান ডে এবং ৪০টি টি২০ ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ৩৪টি টেস্টে জাদেজা নিয়েছেন ১৬৫টি উইকেট, ওয়ান ডে’তে ১৫৫টি এবং টি২০তে নিয়েছেন ৩১ টি উইকেট। ব্যাট হাতেও নিজের ছাপ রেখেছেন জাদেজা। বল হাতে ম্যাচ জেতানোর পাশাপাশি ব্যাট হাতেও ভারতকে বহুবার খাদের কিনারা থেকে ভারতকে টেনে তুলেছেন তিনি।

টুইটারে নিজের কেনো নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্র জাদেজা! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *