প্রথম টেস্ট জেতার পর এখন ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে দিয়েছে। ১১ অক্টোবর পুণেতে টেস্টের দ্বিতীয়দিন অধিনায়ক কোহলি একটি দুর্দান্ত ডবল সেঞ্চুরি করে ফেলেছেন। তার সঙ্গে রবীন্দ্র জাদেজাও ভাল সঙ্গ দিয়েছেন। এছাড়াও এই ম্যাচের দ্বিতীয়দিন এমন বেশ কয়েকবার হয়েছে যখন রবীন্দ্র জাদেজাকে অ্যাম্পায়াররা তিরস্কার করার পাশাপাশি সাবধানও করেছেন।
রবীন্দ্র জাদেজা পিচে করলেন ডান্স
যদি পিচে দৌড়নো ব্যাটসম্যানদের জন্য নিষেধ থাকে এরপরও আজকের ম্যাচ চলাকালীন এমন একবার হয়েছে যখন জাদেজাকে দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় পিচে দৌড়তে মানা করেন। এরপর এখন আরো একবার এমন সুযোগ আসে যখন জাদেজা পিচে ডান্স করেন। আসলে হয়েছে এমন যে যখন আরো একবার জাদেজা পিচে দৌড়তে যাচ্ছিলেন কিন্তু তার মনে পড়ে যায় আর তিনি পিচ থেকে সরে নিজের জায়গায় ফিরে আসেন। এটা দেখে স্বয়ং বিরাট কোহলিও হাসতে থাকেন।
— Liton Das (@BattingAtDubai) 11 October 2019
ম্যাচে আগেও করেছেন এই ভুল
এই সবের আগে জাদেজা আরো একবার পিচে দৌড়নোর চেষ্টা করেছিলেন। এমনটা প্রথমবার নয় যে যখন জাদেজাকে ডেঞ্জার জোনে দৌড়তে দেখা গেল। এর আগেও বেশ কয়েকবার তিনি এমনটা করেছেন। এরপর অ্যাম্পায়ার রবীন্দ্র জাদেজাকে পিচের মাঝে দৌড়তে মানা করে দিয়েছিলেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও রবীন্দ্র জাদেজার উপর নিজেদের রাগ প্রকাশ করেন সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার তো জাদেজার কাছে গিয়ে তাকে উইকেটের মাঝে দৌড়তে মানা করেন।
— Mohit Das (@MohitDa29983755) 11 October 2019