টেস্ট ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাওয়া যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন। আর যদি তা হয় ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, তাহলে তো কোনও কথাই নেই। আর সেই স্বপ্ন এদিন পূরণ করলেন ভারতের দুই তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং শুভমন গিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে অভিষেক ঘটালেন এই দুই ভারতীয়। চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া তারকা পেসার মহম্মদ শামির জায়গায় আসেন তরুণ পেসার মহম্মদ সিরাজ, অন্যদিক অফ ফর্মে থাকা পৃথ্বী শ এর জায়গায় আসেন তরুণ ব্যাটসম্যান শুভমন গিল।
ক্রিকেটের রীতি অনুযায়ী, দলের সিনিয়র খেলোয়াড় বা কোচের তরফ থেকে অভিষেক হওয়া ক্রিকেটারকে জাতীয় দলের টুপি প্রদান করা হয়। আর সেই মত এদিন মহম্মদ সিরাজকে ভারতীয় টেস্ট ক্যাপ দেন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর টুপি দেওয়ার পর মহম্মদ সিরাজের উদ্দেশ্যে রবিচন্দ্রন অশ্বিন রাখলেন এমন বক্তব্য, যা শুনলে যে কোনও ক্রিকেটপ্রেমীর হৃদয় গলতে বাধ্য। আবেগপূর্ণ বক্তব্যের মাধ্যমে দলের আত্মবিশ্বাস বাড়ালেন অশ্বিন।
বিসিসিআই এর তরফ থেকে টুইটারে সিরাজকে টেস্ট ক্যাপ দেওয়ার মুহুর্তের ভিডিও দেওয়া হয়। সেখানে শোনা যায় রবিচন্দ্রন অশ্বিনের বক্তব্য। নিজের বক্তব্যের মাধ্যমে অশ্বিন জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়া এ দলের হয়ে যে অবিরাম পারফর্মেন্স দিয়ে এসেছেন সিরাজ, সেই পারফর্মেন্সের কারণে এই টুপি পেলেন এবং যোগ্য হিসেবেই পেয়েছেন। এই নিয়ে অশ্বিন সিরাজের উদ্দেশ্যে বলেছেন, “প্রথম শ্রেণী এবং ইন্ডিয়া এ এর ময়দানে অবিরাম পরিশ্রমের জন্য, তুমি এই টেস্ট ক্যাপের যোগ্যতা অর্জন করেছ। তুমি এই দলের সাথে গোটা ম্যাচে এগিয়ে চলবে।”
He battled personal tragedy, fought adversity and is now rewarded with India's Test 🧢 no. 298. Congratulations Mohammed Siraj. Go seize the day! #TeamIndia #AUSvIND pic.twitter.com/D48TUJ4txp
— BCCI (@BCCI) December 25, 2020
অস্ট্রেলিয়া সফরে আসার পরপরই অত্যন্ত খারাপ খবর পান মহম্মদ সিরাজ। হৃদযন্ত্রজনিত কারণে মারা যান তার পিতা। কিন্তু তা সত্ত্বেও দেশের হয়ে কর্তব্যপালনে উদগ্রীব ছিলেন সিরাজ, আর সেই কারণে বিসিসিআই এর বলা সত্ত্বেও তিনি দেশে ফিরে যাননি। পিতার ইচ্ছা ছিল যাতে ছেলে দেশের হয়ে খেলেন, আর আজ সেই ইচ্ছাই পূরণ করলেন মহম্মদ সিরজার।