পাঙ্গা নিতে আমি ভয় পাই না…” বিস্ফোরক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী তোপ দাগলেন সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে !! 1

ক্রিকেটের বর্ণময় চরিত্রদের নামের তালিকা প্রস্তুত করতে বলা হলে উপরের দিকেই নাম থাকবে রবি শাস্ত্রীর (Ravi Shastri)। মাঠে হোক বা মাঠের বাইরে, প্রায়শই খবরের শিরোনামে জায়গা করে নেউ প্রাক্তন ভারত অধিনায়ক। ক্রিকেট থেকে সরে গিয়েছেন অনেকদিন। কিন্তু বাইশ গজের দুনিয়ার সাথে এখনও জড়িয়ে রয়েছেন ওতপ্রোতভাবে। কখনও কোচিং করেছেন জাতীয় দলের। আবার ধারাভাষ্যকার হিসেবেও দুই বা আড়াই দশক দীর্ঘ কেরিয়ার তাঁর। খেলোয়াড় হিসেবে ১৯৮৩ সালের বিশ্বকাপ জিতেছেন। ১৯৮৫-র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ছিলেন ম্যাচের সেরা ক্রিকেটার। ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয় বা ২০১১-তে ওডিআই বিশ্বকাপ জয়ের সময়, ধারাভাষ্যের মাইক হাতে শোনা গিয়েছে তাঁরই গলা।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার থেকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা জীবনকৃতি পুরষ্কার পেলেন শাস্ত্রী (Ravi Shastri)। হায়দ্রাবাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক ও মানপত্র তুলে দেন বোর্ডের বর্তমান সচিব জয় শাহ। শাস্ত্রী’র সাথেই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ক্রিকেট কিংবদন্তি ফারুখ ইঞ্জিনিয়ার’ও (Farokh Engineer)। একই সাথে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদেরও সম্মান প্রদান করা হয় বিসিসিআই-এর তরফ থেকে। রবি শাস্ত্রী পুরষ্কার পাওয়ার পর তাঁর একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালে জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি। মনোনীত না হওয়ায় শাস্ত্রীর প্রতিক্রিয়াই রয়েছে সেই ভিডিওতে।

Read More: ভাই-ভাইয়ের সম্পর্ক পরিণত হলো শত্রুতায়, হার্দিক তার বড় ভাইকে টুইটারে করলেন আনফলো !!

সৌরভের দায়িত্ববোধের দিকে আঙুল তুলেছিলেন শাস্ত্রী-

Ravi Shastri | Image: Getty Images
Ravi Shastri | Image: Getty Images

সৌরভ (Sourav Ganguly) বনাম রবি শাস্ত্রী (Ravi Shastr) দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটে বেশ পুরনো। তরুণ তুর্কি হিসেবে সৌরভ যখন প্রথমবার টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তখন থেকেই শাস্ত্রীর সাথে তাঁর মনোমালিন্য বলে শোনা যায় ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে। এরপরে বহু বছর কেটে গেলেও দুই তারকার মধ্যেকার দূরত্ব আর ঘোচে নি। ২০১৬ সালে ভারতীয় দলের কোচ বাছাই নিয়ে শাস্ত্রী (Ravi Shastri) ও সৌরভের মধ্যে কথার লড়াই চলে কিছুদিন। সেই সময় দুই প্রাক্তন তারকার দ্বৈরথে উত্তপ্ত হয়েছিলো দেশের ক্রিকেট।

কোচ বাছাইয়ের জন্য নির্দিষ্ট ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বেছে নিয়েছিলো বোর্ড। সেখানে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সাথে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়’ও। সাথে কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন সঞ্জয় জাগদালে (Sanjay Jagdale)। আবেদন করেছিলেন শাস্ত্রী। দুই দিন ধরে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজিত হয়েছিলো সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব। বাকিরা কলকাতা এসে সাক্ষাৎকার দিলেও দেন নি শাস্ত্রী। তিনি তখন ব্যাঙ্ককে ছুটি কাটাচ্ছিলেন। সেখান থেকেই স্কাইপ মাধ্যমে তিনি যোগ দিয়েছিলেন সাক্ষাৎকারের সময়।

পরবর্তীতে CAC-র তরফে অনিল কুম্বলেকে (Anil Kumble) বেছে নেওয়া হলে ক্ষুব্ধ শাস্ত্রী (Ravi Shastri) টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই সিদ্ধান্ত হতাশাজনক।” এরপরেই তিনি ব্যক্তিগত আক্রমণ করে বসেন সৌরভকে। শাস্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার সময় নাকি হাজির ছিলেন্ না সৌরভ, এই অভিযোগ তুলে তিনি বলেন, “ভারতীয় ক্রিকেটে আর কিছুই আমাকে অবাক করে না। কমিটির একজন সদস্য (সৌরভ) বৈঠকে উপস্থিতই ছিলেন না। গোটা নির্বাচন প্রক্রিয়াটাকেই তিনি অপমান করছেন। যাঁর সাক্ষাৎকার নেওয়ার ছিলো তাঁকে অপমান করছেন। যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিলো, সেটাকে অপমান করছেন।”

টেলিভিশন শো’তেও সৌরভ’কে আক্রমণ শাস্ত্রীর-

Ravi Shastri | Image: Getty Images
Ravi Shastri | Image: Getty Images

সম্প্রতি ২০১৬ সালের একটি ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এর মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উপর রাগ উগড়ে দিতে দেখা গিয়েছে রবি শাস্ত্রীকে। সঞ্চালক রজত শর্মা তাঁকে জিজ্ঞেস করেন “সৌরভ’কে তো ভারতীয় ক্রিকেটে সকলে দাদা বলে ডাকেন, তাঁর সাথে ঝামেলায় জড়ালেন কি ভাবে?” উত্তরে কোচ নির্বাচন পদ্ধতি নিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকারে যা বলেছিলেন শাস্ত্রী (Ravi Shastri), সেটারই পুনরাবৃত্তি করতে শোনা যায় প্রাক্তন ক্রিকেটারকে। একই সঙ্গে সৌরভ’কে খানিক খোঁচা দিয়েই বলেন, “আমি কারও সাথে পাঙ্গা নিতে ভয় পাই না।”

আগ্রাসন সৌরভের সহজাত। রবি শাস্ত্রীর বাউন্সারও তাই কাবু করতে পারে নি তাঁকে। কলকাতায় ek সাক্ষাৎকারে ‘বাপি বাড়ি যা’ ভঙ্গিতেই উড়িয়ে দিয়েছিলেন যাবতীয় অভিযোগ। শাস্ত্রীর উদ্দেশ্যে সৌরভ বলেন, “আমি মনে করি যে এই আক্রমণ অত্যন্ত ব্যক্তিগত। যদি রবি শাস্ত্রী মনে করেন যে আমি একা ওনার ভারতের কোচ না হওয়ার জন্য দায়ী তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন।” সেই সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রধান ছিলেন সৌরভ। সাংবাদিকদের তিনি জানান, “আমি ১৯ জুন ই-মেলের মাধ্যমে বিসিসিআই-কে জানিয়েই দিয়েছিলাম যে ৫টার সময় আমি উঠে যাব, কারণ সেইদিন সিএবি’র কার্যনির্বাহী কমিটির বৈঠক ছিলো। যেহেতু আমিই সংগঠনের প্রধান, সেহেতু আমাকেই সেই বৈঠকে সভাপতিত্ব করতে হত।”

Also Read: IND vs ENG: ছুটি হওয়ার সময় হয়েছে শ্রেয়াস আইয়ারের, বিরাট ফিরলেই দল থেকে হবেন আউট !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *