ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে কেএল রাহুলকে নিয়ে একটি বড়ো বয়ান দিয়েছেন। শাস্ত্রী কেএল রাহুলকে উইকেটকিপিংয়ের বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত বলে জানিয়েছেন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে কেএল রাহুলকে বাধ্য হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হয়েছিল, কারণ প্রথম ম্যাচে নিয়মিত উইকেটকিপার ঋষভ পন্থ আহত হয়ে গিয়েছিলেন।
রবি শাস্ত্রী কেএল রাহুলের করলেন প্রশংসা
যদিও এই সিরিজের তৃতীয় ম্যাচের জন্য ঋষভ পন্থ ফিট ছিলেন কিন্তু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি উইকেটকিপার হিসেবে কেএল রাহুলকেই খেলান আর সিরিজের পর অধিনায়ক কোহলি উইকেটকিপার হিসেবে রাহুলের প্রশংসাও করেন। এই তালিকায় এখন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর নামও শামিল হয়ে গিয়েছে যিনি লোকেশ রাহুলের উইকেটকিপিংয়ের প্রশংসা করলেন।
কেএল রাহুলই করবেন উইকেটকিপিং?
প্রধান কোচ রবি শাস্ত্রী নিউজিল্যাণ্ড সফরে যাওয়ার আগে বলেন, “এই দল বর্তমানে থাকে। গত কিছু সময় ধরে কি হয়েছে তা ইতিহাস। আমরা স্রেফ সেই জিনিসগুলোকে অতীত আর ভবিষ্যতে দেখি যেগুলো আমরা ভালো করেছি বা করব”। অন্যদিকে অধিনায়ক বিরাট কোহলির দ্বারা রাহুলের প্রশংসা করার পর রবি শাস্ত্রীও স্বীকার করে নিয়ে বলেছেন যে, “কেএল রাহুলের মতো খেলোয়াড় দলে থাকায় দল মজবুত হয়। কেএল রাহুল যে কোনো জায়গায় ব্যাটিং করার সঙ্গে সঙ্গে আপনাকে উইকেটকিপিংয়ের বিকল্পও এনে দেন”।
শিখর ধবনের চোট নিয়েও বলেছেন রবি শাস্ত্রী
অন্যদিকে রবি শাস্ত্রী ভারতীয় দলের ওপেনার শিখর ধবনের চোটের কারণে দুঃখিত। তিনি বলেন, “শিখর ধবনের চোটের গভীরতা জেনে ভীষণই খারাপ লাগছে, কারণ ও (শিখর ধবন) একজন সিনিয়র খেলোয়াড়। ও ম্যাচ একজন ম্যাচ উইনার। যখন কোনো খেলোয়াড় আহত হয়ে যান তো পুরো দলেরই খারাপ লাগে”।