এই মুহুর্তে সিরিজ সমতায় রয়েছে, আর এর ফলে সিডনিতে তৃতীয় টেস্ট বেশ জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। কোয়ারেন্টিন পর্ব সেরে সিডনিতে দলের সাথে যোগ দেবেন হিটম্যান রোহিত শর্মা। আর এর ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি রোহিত শর্মাকে দলে ঢোকাতে উইনিং কম্বিনেশন ভাঙবে টিম ইন্ডিয়া? রোহিত যদি খেলেন তৃতীয় টেস্ট, তাহলে কার জায়গায় খেলবেন, এ নিয়েও প্রশ্ন উঠেছে।
দ্বিতীয় টেস্টে উমেশ যাদবের চোটের পর কার্যত অনিশ্চিত হয়ে পড়েছেন আগামী টেস্টের জন্য। আর এর ফলে আশা করা হয়েছিল, ব্যাটিং শক্তি বাড়াতে আসন্ন তৃতীয় টেস্টে রোহিত শর্মাকে খেলানো হতে পারে উমেশের জায়গায়। যদিও এই জল্পনা একেবারেই উড়িয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, বর্তমানে ভারতের মূল শক্তি অর্থাৎ পাঁচ বোলারের থিওরিকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। উমেশ যাদবের জায়গায় রোহিত শর্মাকে খেলানো হবে কি না, এই নিয়ে রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলে দেন, “না, একদমই নয়। আমরা পাঁচ বোলারেই আটকে থাকব।”
ভারত যদি পাঁচ বোলারে খেলে, সেক্ষেত্রে নভদীপ সাইনি ঢুকতে পারেন প্রথম একাদশে এবং নিজের অভিষেক করতে পারেন। এদিকে উমেশের জায়গায় টি নটরাজনকে ডাকা হয়েছে টেস্ট দলে, পাশাপাশি মহম্মদ শামির পরিবর্ত হিসেবে রয়েছেন শার্দুল ঠাকুর। ফলে ভারতীয় দলের হয়ে এই তিনজনের একজন অভিষেক করতে পারেন ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
এরপর রবি শাস্ত্রী জানিয়েছেন তারা রোহিত শর্মার সাথে কথা বলবেন এবং তিনি ম্যাচ খেলার জন্য কতটা ফিট, সে নিয়েও আলোচনা করা হবে। আগামীকাল সিডনিতে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন তারকা এই ওপেনার। এই নিয়ে রবি শাস্ত্রী বলেছেন, “আগামীকাল দলের সাথে যোগ দিতে চলেছেন রোহিত শর্মা। ওনার সাথে আগামীকাল আমরা কথা বলব এবং দেখব উনি শারীরিকভাবে কি জায়গায় রয়েছেন কারণ গত দুই সপ্তাহ ধরে উনি কোয়ারেন্টিনে ছিলেন। এছাড়াও, চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রোহিত কেমন অনুভব করছেন সেটাও দেখতে হবে।”
গতকাল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে রোহিত শর্মার দলে আসা নিয়ে বেশ আশাবাদী ছিলেন ভারতীয় অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি বলেছেন, “আমরা খুবই উচ্ছ্বসিত রোহিত শর্মার ফিরে আসা নিয়ে। গতকাল ওনার সাথে কথা হয়েছিল এবং উনিও মুখিয়ে রয়েছে দলে ফিরে আসা নিয়ে।”