আইসিসি ঘোষণা করে দিলো একদিনের ক্রিকেটের র‌্যাংকিং 1

ক্রিকেট গড শচীন তেন্ডুলকরের নজির স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১৯৯৮ সালে আইসিসি ব়্য়াঙ্কিয়ে ব্য়াটসম্য়ানদের তালিকায় শচীন ৮৮৭ রেটিং পয়েন্ট পেয়ে সবার শীর্ষে ছিলেন। আর ১৯ বছর পর কোহলি সেই ব়েটিং পয়েন্ট স্পর্শ করলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ গত রবিবার শেষ হয়েছে কলম্বোতে। আর তার পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ব়্য়াঙ্কিং তালিকা প্রকাশ করেছে। তালিকায় বেশ বড় রকমের পরিবর্তন লক্ষ্য় করা গিয়েছে।

সোমবার আইসিসি একদিনের ক্রিকেটের যে ব়্য়াঙ্কিং প্রকাশ করেছে, তাতে ব্য়াটসম্য়ানদের তালিকায় ভারতের বিরাট কোহলি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের চেয়ে ২৬ পয়েন্টের ব্য়বধানে এগিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে কোহলি শীর্ষে থাকলেও ১২ পয়েন্ট এগিয়ে ছিলেন। বিরাটের ব়েটিং পয়েন্ট এখন ৮৮৭। আর ওয়ার্নারের ৮৬১। ১৯৯৮ সালে শচীন তেন্ডুলকর এক ক্য়ালেন্ডার বর্ষে এই রেটিং পেয়েছিলেন আইসিসির থেকে। ২০১৭তে এসে দীর্ঘ ঊনিশ বছর পর সেই রেকর্ড পয়েন্ট স্পর্শ করলেন কোহলি।

শ্রীলঙ্কা সিরিজের পাঁচটি ম্য়াটে দুটি শতরানসহ কোহলি ৩৩০ রান করেছেন। সিরিজের শেষ ম্য়াচে গত রবিবার একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংয়ের ৩০টি শতরানের নজির স্পর্শ করেছেন বিরাট। তালিকায় সবার শীর্ষে ৪৯টি শতরান নিয়ে রয়েছেন ভারতের ক্রিকেট লেজেন্ড শচীন তেন্ডুলকর। এখানে বলে রাখা ভালো, ক্রিকেট গডের নজির ভাঙার অন্য়তম দাবিদার হিসেবে কোহলিকে এখন থেকেই অনেকে চিহ্নিত করে রেখেছেন। বিশেষ করে গত তিন বছরে কোহলি যে ফর্মে আছেন, সেই ফর্ম চলতে থাকলে খুব তাড়াতাড়ি শচীনের রেকর্ড ভাঙার কাছে চলে যাবেন ভারত অধিনায়ক।

শ্রীলঙ্কা সিরিজের পর ভারতের ওপেনার রোহিত শর্মা ও উইকেটকিপার ব্য়াটসম্য়ান মহেন্দ্র সিং ধোনির ব়্য়াঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাঁচ রেটিং পয়েন্ট বাড়িয়ে তালিকায় ননম্বরে উঠে এসেছেন হিটম্য়ান। রোহিত সিরিজে দুটি শতরান সহ ৩০২ রান করেন। অপরদিকে, ধোনি পাঁচ ম্য়াচের তার ইনিংসে ১৬২ রান করার সুবাদে আইসিসি ক্রম তালিকার সেরা দশে ফের চলে এসেছেন। এখানে উল্লেখ্য়, ধোনি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে ভারতকে উদ্ধার করেন ভারতের টপ অর্ডার ভেঙে পড়ার পর। আর সেই কারণেই ১২ থেকে দুধাপ ওপরে উঠে এলেন মাহি।

একদিনের ক্রিকেটে সেরা দশ ব্য়াটসম্য়ান –

                                                রেটিং             গড়

বিরাট কোহলি (ভারত)                ৮৮৭             ৫৫.৭৫

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)        ৮৬১             ৪৪.৭২

এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৮৪৭              ৫৩.৫৫

জো রুট (ইংল্য়ান্ড)                      ৭৯৯              ৪৯.৩৭

বাবর আজম (পাকিস্তান)             ৭৮৬             ৫৩.৮৮

কেন উইলিয়ামসন (নিউজিল্য়ান্ড) ৭৭৯                     ৪৬.৯৮

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৭৬৯             ৪৩.৪৪

ফা দু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)        ৭৬৮             ৪৩.৪১

রোহিত শর্মা (ভারত)                    ৭৬৪             ৪৩.৪৬

এমএস ধোনি (ভারত)                  ৭৪৯                     ৫২.২০

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *