দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 1

২০১৩ সালটা এখনও মনে পড়ে। শচীনের সেবার শেষ আইপিএল। আগের ম্য়াচে লম্বা এক ছয় মারতে গিয়ে হাতে টান ধরে। কব্জিতে চাপ নিয়ে ব্যাটটাই আর ধরতে পারছিলেন না। রিটায়ার্ড-হার্ট হয়েই মাঠ ছাড়তে হয়। মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে উঠলেও শচীনের আর ফাইনাল খেলা হয়নি। জানিয়ে দিয়েছিলেন, আর নয়। ওখানেই ইতি। ইডেন গার্ডেন্সে ফাইনালে মুম্বই চ্য়াম্পিয়ন হতেই আবেগ তাড়িত হয়ে পড়েন রোহিত। অধিনায়ক হিসেবে সেবার প্রথম আইপিএলের স্বাদ। আনন্দ আর আবেগ মেশানো গলায় বলেই ফেলেন, শচীনের শেষ আইপিএল। ওঁর মতো একজন ক্রিকেটারকে ট্রফিটা জিতে উপহার দিতে চেয়েছিলাম।

দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 2
শচিন তেন্ডুলকর

এখানে দেখুনঃ এবার জিএসটি ধাক্কা ক্রিকেটেও, দেখে নিন এর ফলে ক্রিকেটে কি কু–প্রভাব পড়তে চলেছে !

সেবার ফাইনালে পরাজিত দলের নামটাও সকলের অত্য়ন্ত পরিচিত। সিএসকে – চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল, অথচ সবচেয়ে নিন্দিত দল। সেবারই প্রথম পোক্ত প্রমান, আইপিএলের ভিতরেও ঘুন ধরেছে। এর অন্দরেও বাসা বেঁধে ফেলেছে ফিক্সিং। এর মূলে সিএসকে আর রাজস্থান রয়্য়ালস। ২০১৩ আইপিএল কোনও রকমে শেষ করে ফেলতে পারলেও এর জের আরও দুবছর সামলাতে হয় বিসিসিআইকে। সুপ্রিম কোর্ট আর লোধা কমিটির নাগপাশ থেকে মুক্তি ২০১৫ সালে। জামাই গুরুনাথ মিয়াপ্পনের কারণে মুখ পুড়ল ইন্ডিয়া সিমেন্টসের দোর্দণ্ডপ্রতাপ মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসনের। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে গিয়ে খোয়াতে হয় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বোর্ড সভাপতির পদও। ওদিকে আরেক ব্য়বসায়ী রাজ কুন্দ্রা নিজের দল নিয়েই ফিক্সিং করার দায়ে দোষী সাব্য়স্ত। দুই দলকে দুবছরের জন্য় নির্বাসিত করল দেশের সর্বোচ্চ আদালত।

দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 3
চেন্নাই সুপার কিংস

অথচ এই রাজস্থান দলটাকে বেশ সমীহের চোখে দেখত সবাই। ২০০৮ সালে যখন আইপিএল প্রথমবার শুরু হয়, চ্য়াম্পিয়ন হয়েছিল রাজস্থান। জিতেছিল ফেয়ার প্লে অ্য়াওয়ার্ড। প্রতিযোগিতার সবচেয়ে স্বচ্ছ দল। অধিনায়ক ও কোচ হয়ে দলকে সাফল্য় এনে দেওয়ার কয়েক বছর পর বিদায় নেন একসময়কার বিশ্বত্রাস লেগ-স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নি বিদায় নেওয়ার পরই মিস্টার ডিপেন্ডবল খেলা ছেড়ে দলের প্রশিক্ষণের দায়িত্ব নেন। কিন্তু, ২০১৩ সালে ফিক্সিং নিয়ে রাজস্থান দলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করার পরই নিজেকে সরিয়ে নেন সর্বদা স্বচ্ছ-ভাবমূর্তির এই ক্রিকেটারটি।

রাজস্থান রয়্য়ালস

বর্তমানে রাহুল দ্রাবিড় ভারতীয় যুব ক্রিকেট দলের কোচ। স্বার্থ সংঘাতের অভিযোগ এড়াতে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেনশেষ আইপিএল সংস্করণে মিস্টার ডিপেন্ডবল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের ভূমিকা পালন করেনতবে তিনি যে এখন শুধুমাত্র যুব দলের দায়িত্বই পালন করবেন, তা জানিয়েই দিয়েছেন দ্য় ওয়ালতাঁকে ভারতীয় যুব দলের কোচ হিসেবে রেখে দেওয়ার জন্য় বিসিসিআই দুই বছরের চুক্তিও বাড়িয়েছে

দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 4
রাহুল দ্রাবিড়

 

দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 5
রাহুল দ্রাবিড়
দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 6
দিল্লি ডেয়ারডেভিলস-এ রাহুল দ্রাবিড়

আরোও দেখুনঃ দু’বছরের জন্য ভারতীয় দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়

আগামী মরশুমেই নির্বাসন পর্ব কাটিয়ে আইপিএলের মূল স্রোতে ফিরছে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসসূত্রের খবর, দ্রাবিড়কে রাজস্থান রয়্যাসে কোচ হিসেবে পছন্দ তালিকায় প্রথমে রাখলেও, যেহেতু তিনি আইপিএল থেকে সব সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন ভারতীয় যুব দলকে সময় দেওয়ার জন্য়, তাই রাজস্থান রয়্যালস কোচ হিসেবে শেন ওয়ার্নকে পেতে চাইছেওই অজি লেজেন্ডের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

দ্রাবিড়কে না পাওয়ায় অজি লেজেন্ডের জন্য় ঝাঁপাচ্ছে রাজস্থান 7
শেন ওয়ার্ন

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *