আইপিএল ভারতীয় দলকে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় দিয়েছে। যারা দীর্ঘ সময় পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলে দুর্দান্ত প্রদুর্শন করেছেন। এবারও আইপিএলের শুরুয়াত ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে। এর মধ্যেই আইপিএল ২০১৯ এর সযঞগে যুক্ত এক ভীষণই বড়ো খবর আসছে। আসলে রাজস্থান রয়্যালসের দল নিজেদের জার্সি চেঞ্জ করে ফেলেছে।
পিঙ্ক ড্রেসে খেলতে দেখা যাবে রাজস্থানকে
রাজস্থান রয়্যালসের দল আইপিএল ২০১৯ এ গোলাপি ড্রেসে খেলতে দেখা যাবে। রাজস্থান রয়্যালস রবিবার ১০ ফেব্রুয়ারি নিজেদের নতুন ড্রেস লঞ্চ করেছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্করাহানে সহ কিছু অন্য রাজস্থান খেলোয়াড় ভারত-নিউজিল্যাণ্ড তৃতীয় টি-২০র পোষ্ট শোতে এসেছিলেন। যেখানে তারা নিজেদের নতুন ড্রেসের ব্যাপারে তথ্য দিয়েছেন। জানিয়ে দিই যে রাজস্থান রয়্যালসের দল আইপিএল ২০০৮ এর খেতাব জিতেছিল। যদিও এরপর রাজস্থান রয়্যালসের প্রদর্শন খুব একটা ভালো ছিল না, কিন্তু আইপিএল ২০১৯এ তারা আরো একবার চ্যাম্পিয়ন হতে চাইবে।
শেন ওয়ার্ন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়েছেন তথ্য
শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের ড্রেসে হওয়া পরিবর্তনের তথ্য নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউণ্ট থেকেও দিয়েছেন। শেন ওয়ার্ন গোলাপি জার্সিতে নিজের একটি ছবি পোষ্ট করে লেখেন, “রাজস্থান রয়্যালস গোলাপি ড্রেসকে শুরু করেছে আর আমরা সকলেই এটা ভালোবাসছি। ২০১৯ আইপিএলে আমাদের ছেলেরা পিঙ্ক ড্রেসে ধুম মচাবে”।
এখানে দেখুন নতুন ড্রেসের ছবি