দ্বিতীয় ম্যাচেও ভারত তাদের দল নির্বাচন নিয়ে তাদের সকলের চোখ কপালে তুলে দিয়েছে। প্রথম টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়া ইতিমধ্যেই বহুল সমালোচিত হয়েছে। সেই সঙ্গে এই দাবীও তুলে দিয়েছিল যে এই মুম্বাই ব্যাটসম্যানের পরিবর্ত হিসেবে খেলা রোহিত শর্মাও কেপটাউন টেস্টে ব্যর্থ হওয়ায় ফের রাহানেকে দলে ফেরানোর। এই সমালোচনার কারণও ভীষণই স্পষ্ট ছিল। রাহানে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হওয়ার পাশাপাশি বিদেশের মাটিতে ভারতের সর্বশ্রেষ্ঠ পারফর্মারদের একজন। তাকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে দেখাটা কেউই আশা করে না। এই ডানহাতি ব্যাটসম্যানের অ্যাভারেজ ৫৩র বেশি যখন তিনি বিদেশের মাটিতে খেলেন। তার ৯টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৬টিই এসেছে বিদেশের মাটিতে, এবং বিদেশের মাটিতে ২৪টি টেস্টে তার রান ১৮১৭।
কিন্তু টিম ম্যানেজমেন্ট রেপুটেশনের থেকে ফর্মকেই প্রাধান্য দিয়ে রাহানের জায়গায় রোহিত শর্মাকে খেলানোর সিদ্ধান্ত নেয়। প্রথম টেস্টে রোহিত ব্যর্থ হওয়ার পরও সকলকে অবাক করে দিয়েই তাকে দ্বিতীয় টেস্টেও খেলানো হয়। এই সিদ্ধান্ত আবারও সমালোচিত হয় এবং বিশেষ করে সেঞ্চুরিয়ানের দ্বিতীয় টেস্টেও মাত্র ১০ করায় তা আরও প্রবল হয়ে ওঠে। খুব একটা অবাক করার মত ব্যাপার না হলেও ভক্তরা রোহিতকে ট্রোল করা শুরু করে দেন, তারা তাদের অখুশি জাহির করতে টুইটারকেই হাতিয়ার করে নেয়। তাদের কিছু রিঅ্যাকশন এখানে তুলে ধরা হল।