বুমরাহ এবং আর্চারের মধ্যে একেই সেরা বললেন রাবাদা 1

এর মধ্যে ক্রিকেট বিশ্বের অন‍্যতম সেরা কয়েকজন পেস বোলারের নাম বলেলেই যাদের নাম একেবারে প্রথম সারিতে উঠে আসবে তারা হলেন জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ এবং কাগিসো রাবাদা। ২০১৯ এর বিশ্বকাপে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন আর্চার।তার গতির পরিচয় পেয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।সম্প্রতি তার এবং বুমরাহ’ র মধ্যে সেরা কে ? জানালেন সাউথ আফ্রিকার তারকা পেসার রাবাদা। তিনি জানিয়েছেন দুজনেই তার পছন্দের অন‍্যতম দুই বোলার।আর এমন তুলনার বিষয় গুলো কে মিডিয়ারা তুলে ধরেছেন , এবং তা স্বাভাবিক বলেই মনে করেন রাবাদা।

বুমরাহ এবং আর্চারের মধ্যে একেই সেরা বললেন রাবাদা 2

” আর্চারের আছে ন‍্যাচরাল ট‍্যালেন্ট, অন‍্যদিকে বুমরাহ ‘ র যেকোনো সময় ম‍্যাচের রুপ বদলে দেওয়ার ক্ষমতা রাখে ও ।তবে সব সময় যে তুমি শীর্ষে থাকবে তা হলফ করে বলা যায়না ” ।

টি টোয়েন্টি ক্রিকেটে একজন স্পেশালিস্ট বোলার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বুমরাহ, এরপর ক্রমশ নিজের প্রতিভার পরিচয় দিয়ে এই মুহূর্তে তিন ধরনের ক্রিকেটেই ভারতের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।এই মুহূর্তে ১২ টি টেস্ট ম‍্যাচে ৬২ টা উইকেট নিয়ে, টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর স্থানে রয়েছেন বুমরাহ।

বুমরাহ এবং আর্চারের মধ্যে একেই সেরা বললেন রাবাদা 3

অন‍্যদিকে এবারের বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স এর পর সম্প্রতি টেস্টে অভিষেক হয়েছিল আর্চারের।এ্যসেজের প্রথম দুই টেস্টে তার নেওয়া উইকেটের সংখ্যা ১৩টি।যদিও সম্প্রতি ম‍্যানচেষ্টার টেস্ট একটিও উইকেট পাননি তিনি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আবির্ভাব হয় রাবাদার।এখনও অবধি ৩৭ টি টেস্ট ম‍্যাচে তার নেওয়া উইকেটের সংখ্যা ১৭৬ ।

আসন্ন ভারত সফরে সাউথ আফ্রিকার পেস বিভাগকে নেতত্ব দেবেন এই বোলার।তার সাথে থাকবেন ফিল‍্যান্ডার,নিগ্দি, নোৎজে।

বুমরাহ এবং আর্চারের মধ্যে একেই সেরা বললেন রাবাদা 4

আগামী ১৫ ই সেপটেম্বর থেকে শুরু হতে চলেছে সাউথ আফ্রিকার ভারত সফর।প্রথম টি টোয়েন্টি ম‍্যাচটি খেলা হবে ধর্মশালায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *