ভারতীয় বিমানবাহিনী মঙ্গলবার পাকিস্তানি দখলকৃত কাশ্মীরে (পিওকে) প্রবেশ করেছে এবং অনেক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন ভারতের বায়ুসেনা । এই বদলার পর খেলার জগতের তারকারা এয়ার ফোর্সকে সালাম জানিয়েছেন । ভারতীয় খেলোয়াড় সাইনা নেহওয়াল, সাক্ষী মালিক, ববিতা ফোগাট, কিদাম্বি শ্রীকান্ত, মহেশ ভূপতি, মহম্মদ কাইফ এবং আকাশ চোপড়া টুইট করেছেন এবং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন, সেইসঙ্গে পাকিস্তানকে সতর্ক করেছেন।ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে একটি সংবাদ সম্মেলনের বক্তব্যে আইএএফ এর কর্মকাণ্ড সম্পর্কে জানান। সূত্রের খবর অনুযায়ী, এই অভিযানটি বিমান বাহিনীর ১২টি মিরাজ দ্বারা সাফল্য । বলা হচ্ছে যে এই অপারেশনে 200 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দৌলা এই হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
ভারতের মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক, যিনি অলিম্পিকে দেশের গৌরব বাড়িয়েছেন। তিনিও সেনাবাহিনীকে অভিবাদন জানান। তিনি লেখেন, “আজকের সকাল খুব সুন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের সাহসী সেনাবাহিনীর ধন্যবাদ। “জয় হিন্দ,” আমরা একজন ভারতীয় হতে পেরে গর্বিত।”
A Truly beautiful good morning . THANKS @narendramodi Sir🙏🏻 And brave hearts of our Indian Army. JAI HIND. 🇮🇳
Proud Indian💪🏻— Sakshi Malik (@SakshiMalik) February 26, 2019
সাক্ষী মালিকের মতো অলিম্পিকে মেডেল জেতা সাইনা নেহওয়ালও বলেছেন, “ভারতীয় বায়ুসেনাকে সালাম, জয় হিন্দ”।
Big salute to our #IndianAirForce 🙏🇮🇳…. #IndiaStrikesBack .. Jai Hind
— Saina Nehwal (@NSaina) February 26, 2019
আর এক কুস্তিগীর যোগেশ্বর দত্ত লিখেছেন, “যুদ্ধ শুরু হয়েগেছে, যেটা বন্ধ হবার নয়। যারা আমাদের বীর সেনাদের হত্যা করেছে, তাদের আর রক্ষে নেই। ভারতীয় বায়ুসেনার এই কর্মকান্ডে সারাদেশের বুক গর্বে ফুলে উঠেছে । তাদের এই পদক্ষেপে শত্রু পক্ষ জেনে গেছে যে, ভারত চুপ থাকবে না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু শত্রুর মোকাবেলা করতে জানি। “জয় হিন্দ”, “জয় ভারত “।
जंग जो शुरू हुई है, अब रुकने वाली नहीं,
जिसने घात किया हमारे वीरों पर, अब बचेगी उनकी जिंदगी नहीं।
हमारी भारतीय वायुसेना के पराक्रम से सारे देश का सीना गर्व से चौड़ा हो गया। वायुसेना ने आतंकी शिविरों पर जो हमला किया उससे दुश्मन को संदेश मिल गया कि भारत चुप बैठने वाला देश नहीं है।— Yogeshwar Dutt (@DuttYogi) February 26, 2019
মহিলা কুস্তিগীর ববিতা ফোগাট বলেছেন , “এই নাহলে কথা, সকাল সকাল এরকম খবর মন ভরিয়ে দিলো আমাদের বায়ুসেনা। আমি আমাদের বায়ুসেনাদের সালাম করছি “জয় হিন্দ”, “জয় ভারত “।
ये हुई ना बात 💪🏻💪🏻
सुबह सुबह ये न्यूज़ देखकर 👇🏻👇🏻दिल खुश कर दिया हमारी सेना ने।मैं अपनी वायु सेना को सलाम करती हूं ।जय हिंद जय भारत 🇮🇳 🇮🇳 #Balakot #indianairforce #BharatMataKiJai pic.twitter.com/WmJlb5kqtd
— Babita Phogat (@BabitaPhogat) February 26, 2019
সন্ত্রাসের বিরুদ্ধে এই পদক্ষেপের জন্য আইএএফকে অভিবাদন জানিয়ে বাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত টুইট করেছেন। প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি “জয় হিন্দ” বলে অভিনন্দন জানিয়েছেন বায়ুসেনাদের কে।
Hats off to the #IndianAirForce for their strike against terror. Every Indian is proud of you! Jai Hind! 🇮🇳#IndiaStrikesBack
— Kidambi Srikanth (@srikidambi) February 26, 2019
Jai Hind!!!! 🇮🇳 🇮🇳 🇮🇳 @IAF_MCC
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) February 26, 2019
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ আতঙ্কবাদীদের উপর হামলা করা বায়ুসেনা কে বলেছেন, “চমৎকার”।
Salute to the Indian Air Force. Shaandaar #IndiaStrikesBack
— Mohammad Kaif (@MohammadKaif) February 26, 2019
এছাড়া আকাশ চোপড়া বলেছেন, “জয় হিন্দ” কিন্তু পরের বার পুলওয়ামা বা উরির মতো ঘটনার জন্য অপেক্ষা করবেন না। মূল থেকে সন্ত্রাসবাদ শেষ করুন।”
Jai Hind 🇮🇳
But next time, let’s not wait for Pulwama or Uri to do what’s needed to be done. Strike Out Terrorism.
— Aakash Chopra (@cricketaakash) February 26, 2019