PSL 2018: নিশ্চিত হলো এবি ডেভিলিয়ার্সের পাকিস্তান সুপার লীগে অংশগ্রহণ 1
Getty Images

বর্তমান সময়ে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলো বেশ জনপ্রিয়তা লাভ করছে বিশ্বজুড়ে। কয়েক বছর আগে নিজস্ব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই টুর্নামেন্ট ধীরে ধীরে আইপিএলের মতই জনপ্রিয়তা লাভ করছে। নিজেদের তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি অনেক তারকা ক্রিকেটারই অংশ নিচ্ছে এই টুর্নামেন্টটে। আর প্রতিবছরই বাড়ছে তারকা ক্রিকেটারদের সংখ্যা।

এবার আগামী আসরের পাকিস্তান সুপার লীগের (পিএসএলের) জন্য দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সকে নিশ্চিত করেছে লীগ কর্তৃপক্ষ। কিছু দিন আগেই বড় চমকের আভাস দিয়েছিল তারা। এবার সেটাকে বাস্তবে রুপান্তরিত করলো।

PSL 2018: নিশ্চিত হলো এবি ডেভিলিয়ার্সের পাকিস্তান সুপার লীগে অংশগ্রহণ 2

এদিকে, একটি ভিডিও মেসেজের মাধ্যমে এবি ডেভিলিয়ার্স নিশ্চিত করেন ২০১৮-১৯ মৌসুমের জন্য তাঁর টুর্নামেন্টের সাথে যুক্ত হওয়ার বিষয়টি। ডেভিলিয়ার্স বলেন, তিনি পাকিস্তানের এই প্রিমিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে চান।

ভিডিও বার্তায় তিনি বলেন, “পাকিস্তান সুপার লীগ বিশ্বের শীর্ষ টি-২০ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি হয়ে উঠছে এবং সাম্প্রতিক বছরগুলিতে পিএসএল ম্যাচ দেখে আমি সত্যিই আনন্দিত। পিএসএল এমন একটি লীগ, যা পাকিস্তানকে অনেক আনন্দের উপলক্ষ্য দিয়েছে। আমি নিশ্চয়ই আর অপেক্ষা করতে পারছিনা এবং টুর্নামেন্টে দেখা হবে সবার আপনাদের সাথে।”

উল্লেখ্য যে, ডি ভিলিয়ার্স এই বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলা চালিয়ে যাবেন তিনি। এখন পর্যন্ত তিনি আইপিএলের ১১টি মৌসুমে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ২০১৬ সালের আসরে। ২৫২ টি টি-২০ তে ডি ভিলিয়ার্স প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে ৬৬৪৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি শতক এবং ৪৫ টি অর্ধশতক।

PSL 2018: নিশ্চিত হলো এবি ডেভিলিয়ার্সের পাকিস্তান সুপার লীগে অংশগ্রহণ 3

এদিকে, পিসিবি সভাপতি এহসান মানি,ডেভিলিয়ার্সকে স্বাগত জানিয়েছেন এবং উল্লেখ করেন যে,ডেভিলিয়ার্সের সাথে খেলে তরুণ খেলোয়াড়দের জন্য একটি শেখার অভিজ্ঞতা তৈরি হবে। তিনি বলেন, “এবি ডেভিলিয়ার্সকে পাকিস্তান সুপার লীগের সাথে চুক্তিবদ্ধ করাতে পেরে আমরা খুবই আনন্দিত। সে আধুনিক ক্রিকেটের তারকা এবং টুর্নামেন্টে তাঁর অন্তর্ভুক্তি অনেক গুরুত্ব বহন করবে। পিএসএল-এর সাথে তাঁর জড়িত হওয়ার ফলে আমাদের তরুণদের জন্য চমৎকার সুযোগ সৃষ্টি হবে তাঁর থেকে শেখার। “

চলুন দেখে নিই এবি ডি ভিলিয়ার্সের ভিডিও বার্তাটিঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *