মন খারাপের রেশ নিয়ে দেশ ছাড়লেন পৃথ্বী শাহ 1
WORCESTER, ENGLAND - JULY 17: Prithvi Shaw of India A bats during Day Two of the Tour Match match between England Lions and India A at New Road on July 17, 2018 in Worcester, England. (Photo by Harry Trump/Getty Images)

এই মুহূর্তে ভারতের অন‍্যতম উদীয়মান তারকা তিনি।তার মধ্যে রয়েছে ভবিষ্যতে বিশ্বশাসনের সার্বিক ক্ষমতা।দিন দিন চড়ছে ক্রমশ প্রত‍্যাশার পারদ তরুণ ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শাহকে কেন্দ্র করে।কিন্তু সম্প্রতি একটি ঘটনা কে কেন্দ্র করে বদলে গেছে পৃথ্বীর জীবন।ডোপ নেওয়ার অভিযোগে আটমাস তাকে নির্বাসিত করেছে বিসিসিআই।

মন খারাপের রেশ নিয়ে দেশ ছাড়লেন পৃথ্বী শাহ 2
WORCESTER, ENGLAND – JULY 17: Prithvi Shaw of India A bats during Day Two of the Tour Match match between England Lions and India A at New Road on July 17, 2018 in Worcester, England. (Photo by Harry Trump/Getty Images)

একটি কাফ সিরাপ থেকে নিষিদ্ধ বস্তু শরীরে প্রবেশ করেছে পৃথ্বীর।গত ২২ শে ফেব্রুয়ারি ইন্দোরে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে খেলাকালীন মূত্রের নমুনা নেওয়া হয়েছিলো পৃথ্বীর।তার নমুনায় পাওয়া গেছে ” টারবুটেলিন” ।যা ওয়াদার তরফে নিষিদ্ধ।

মন খারাপের রেশ নিয়ে দেশ ছাড়লেন পৃথ্বী শাহ 3

সূত্রের খবর অনুযায়ী ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছে পৃথ্বী, এমনটাই সূত্রের খবর।মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে এই তরুণ ক্রিকেটার যে এই ট্রমা কাটিয়ে উঠতে নিজের খরচে ইংল্যান্ড চলেছেন পৃথ্বী।বরখাস্ত হওয়ার পর লম্বা বিবৃতি টুইটে পোস্ট করেছিলেন পৃথ্বী তার টুইটারে।সেখানে ফের ক্রিকেট মাঠে ফিরে আসার অঙ্গীকার করতে দেখা গেছে তাকে।

মন খারাপের রেশ নিয়ে দেশ ছাড়লেন পৃথ্বী শাহ 4
India’s cricketer bats Prithvi Shaw during the first day of the first cricket test match between India and West Indies in Rajkot, India, Thursday, Oct. 4, 2018. (AP Photo/Rajanish Kakade)

নিয়ম অনুযায়ী ১৫ ই সেপ্টেম্বরের পর ফের মাঠে ফিরতেই পারেন পৃথ্বী ট্রেনিংয়ের জন্য।শুধুমাত্র তাই নয়, এক্ষেত্রে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ মিস করতে চলেছেন তিনি।অর্থাৎ ২০২০ এর ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কোনও রকম খেলার সম্ভাবনা নেই তার।অন‍্যদিকে গতবছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ফের আর ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে দেখা যায়নি পৃথ্বীকে।অভিষেক ম‍্যাচেই শতরান করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার।দুই ম‍্যাচের সিরিজে পৃথ্বী করেছিলেন ২৩৭ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *