প্রথম ইনিংসে মাত্র দুই বল খেলে শূন্য, এবং দ্বিতীয় ইনিংসে চার বল খেলে মাত্র চার রান, এবং ফিল্ডিংয়ে মার্নাস লাবুশানের একটি সহজ ক্যাচ মিস – এমনটাই ছিল গত অ্যাডিলেড টেস্টে তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ এর পারফর্মেন্স। আর যেভাবে একই ভঙ্গিতে দুই ইনিংসে আউট হয়েছেন পৃথ্বী, তা নিয়ে সমালোচনা ও ট্রোল তো লেগেই রয়েছে। প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের ডেলিভারি পৃথ্বীর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে গলে লাগে উইকেটে।
আর এই নিয়ে সমালোচনায় মেতে ওঠেন বিশেষজ্ঞ সহ ক্রিকেটপ্রেমীরা। সুনীল গাভাস্কারের মত একাধিক প্রাক্তন ক্রিকেটার চাইছেন, আসন্ন বক্সিং ডে টেস্ট থেকে বাদ দেওয়া হোক পৃথ্বীকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীকে নিয়ে ট্রোলের বন্যা বইতে শুরু করেছে। একের পর এক মিম ও ট্রোলে সমালোচনা করা হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। এবার এই সমস্ত কিছুর জবাব দিলেন খোদ পৃথ্বী, দিলেন এই কড়া বার্তা।
বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় পৃথ্বী শ, ফলে তাকে নিয়ে করা সমালোচনা ও ট্রোলের বিষয়ে ভালোই বুঝতে পারছেন তিনি। এবার এই সবের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করলেন পৃথ্বী। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি বাণীমূলক ছবি ছেড়েছেন পৃথ্বী। যাতে লেখা, ‘If sometimes people demotivate you for something you try to do, that means you can do that but they can’t’। যার বাংলা সারমর্ম করলে বোঝায়, “যদি আপনি কিছু করার চেষ্টায় থাকেন আর তার জন্য মানুষ আপনাকে সমালোচনা করে, এর অর্থ হল আপনি সেটি পারবেন এবং বাকিরা পারবে না।”
এর আগে মাদকজনিত দ্রব্য ব্যবহারের কারণে ছয় মাসের জন্য নির্বাসিত ছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর নির্বাসনের পর মুম্বইয়ের হয়ে রঞ্জিতে দুর্দান্ত পারফর্ম করেন পৃথ্বী। কিন্তু আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই একটি ইনিংস বাদ দিয়ে একেবারে খারাপ পারফর্ম করেন তিনি। টুর্নামেন্টের শেষের দিকের ম্যাচগুলিতে পৃথ্বী সুযোগই পাননি প্রথম একাদশে। আর এবার, যে খারাপ ব্যাটিংয়ের নজির দেখালেন প্রথম টেস্টে, তাতে এই দুর্ধর্ষ অসি বোলিংয়ের সামনে তাকে আর নামাতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।