বিশেষ প্রতিবেদন: পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। তাই এবার হারানো সম্মান পুনরুদ্ধারের পালা। পাক দলের বিরুদ্ধে হারটা গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায়। সেটাকে থামাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট উপহার দিতে হবে বিরাট কোহলির দলকে। শুধু তাই নয়, ভারতীয় দলকে এই মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে কুম্বলে অধ্যায়। সেটাকে কিভাবে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়, তারও পরীক্ষা দিতে হবে টিম ইন্ডিয়াকে। অধিনায়ক বিরাটের সঙ্গে কুম্বলের ‘লড়াই’ ভারতীয় দলের ফোকাস নষ্ট করে দিয়েছে কী না, তারও পরীক্ষা এই ক্যারিবিয়ান সফর।
শুক্রবার ত্রিনিদাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচটি খেলতে নামবে ভারতীয় দল। দলে ঋষভ পন্থ, কুলদীপ যাদবের মতো জুনিয়ররা রয়েছে। ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের চালচিত্র কেমন হতে চলেছে, তারও ইঙ্গিত পাওয়া যাবে এই সিরিজে। তাই পোর্ট অফ স্পেনে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, তার দিকে একবার নজর দেওয়া যাক: