আগামী রোববার , ওল্ড ট্রাফোডে মুখোমুখি হতে চলেছে ভারত – পাকিস্তান।এই ম্যাচ কে কেন্দ্র করে এই দুই দেশের মানুষের আবেগ নিয়ে নতুন কিছু বলার নেই।আর এই মুহূর্তে তো বিষয়টি সম্পূর্ণ অন্য এক মাত্রা নিয়েছে।যার প্রধান কারন অবশ্যই এই দেশের মধ্যে অস্থির এক সম্পর্ক।ঠিক এইরকম একটি আবহের মধ্যে আগামী ১৬ ই জুনের মুখোমুখি হতে চলেছে ভারত -পাক।
ইদানীং পাকিস্তান জুড়ে একটি বিজ্ঞাপন ভাইরাল।হয়েছে।যেখানে ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কে নিয়ে ব্যঙ্গ করে পাকিস্তান ভিডিওটি পরবর্তী সময় ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গর্জে ওঠে ভারতীয়রা।এরপর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে পাকিস্তান কে কড়া জবাব দিলো পুনম পান্ডে।
অভিনন্দন কে এমন অপমান করার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেন নি পুনম।একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।যেখানে বলেন, কি দরকার চায়ের কাপের তোমাদের ( পাকিস্তান ) যখন তোমরা ডবল ডি নিতে পারো, এই কথা বলার সাথে সাথে নিজের অন্তর্বাস টি খুলে ক্যামেরার সামনে মেলে ধরেন তিনি।
নিজেকে ভারতীয় ক্রিকেটের অন্ধ ভক্ত পুনম এর আগেও নিজের মতো করে বিরাটদের অভিনন্দন জানিয়েছিলো অস্ট্রেলিয়া ম্যাচে জয়ের পর।
প্রসঙ্গত, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন চরমে পৌছেছে।এইরকম একটি আবহে এক চরম উত্তেজনা তৈরি হবে এই ম্যাচে তা বলাই বাহুল্য।যদিও রেকর্ড বুক দেখলে বিশ্বকাপের আঙিনায় ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স হিমশীতল।১৯৯২ তে প্রথম বার মুখোমুখি হওয়া এই দুই দেশের লড়াইয়ে বরাবরই দাপট দেখিয়ে এসেছে ভারত।এখনো অবধি একবারও পাকিস্তান হারাতে পারেনি”মেন ইন ব্লু ” কে।
My Answer to the Pakistani AD. #INDvPAK World Cup 2019. pic.twitter.com/cw6eZWB3wv
— Poonam Pandey (@iPoonampandey) June 13, 2019
অন্যদিকে গতকাল প্রবল বৃষ্টির জন্যে একটিও বল খেলা হলোনা ভারত – নিউজিল্যান্ডের মধ্যে।এবারের শুরু থেকেই দারুন ছন্দে বিরাটরা।প্রথমে সাউথ আফ্রিকা তারপর অস্ট্রেলিয়া কে দারুন ভাবে হারিয়ে তিন নম্বর কাপ জয়ের স্বপ্ন কে ক্রমশ উস্কে দিচ্ছে বিরাটরা।আগামী ১৬ ই জুন , ম্যানচেস্টারে কি করবে মেন – ইন – ব্লু এখন সেইটাই দেখার।এদিকে ভারতের কাছে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলো পাকিস্তান।যদিও ম্যাচ হারার পরেও বিরাটদের হারানোর বিষয়ে আশাবাদী পাক অধিনায়ক সরফরাজ।